Sunday, June 29, 2025
Homeরাজ্য২৫-২৬ অক্টোবর উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

২৫-২৬ অক্টোবর উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us :

কলকাতা: ভোটের ফলপ্রকাশের পর একাধিকবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে সফর বাতিল হয়। অক্টোবরের শেষে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ২৫ তারিখ উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা। একাধিক প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর।

সূত্রের খবর, ২৫ এবং ২৬ তারিখ উত্তরবঙ্গে থাকবেন মমতা। মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন পর কার্শিয়াংও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক ছাড়াও বেশ কিছু দলীয় কর্মসূচিও সারতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: উপনির্বাচনের কারণে বাতিল মমতার উত্তরবঙ্গ সফর

নবান্ন সূত্রে খবর, ২৪ তারিখ রাতে উত্তরবঙ্গে পৌঁছতে পারেন মমতা। ২৫ তারিখ দুপুর ২-টোয় উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ২৬ তারিখ পাহাড়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। ওইদিন দুপুর ৩-টোয় কার্শিয়াংয়ে দার্জিলিং ও কালিম্পং জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করার কথা মমতার।

২৭ তারিখ চার কেন্দ্রে উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে। এই চারটি কেন্দ্রের মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটাও রয়েছে। মমতা দিনহাটায় প্রচারে যাবেন কি না তা এখনও জানা যায়নি। দলীয় সূত্রেও কিছু জানানো হয়নি। প্রচারের শেষ লগ্নে  মমতার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল কলকাতা পুরসভায়

২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। একাধিক আসন হাতছাড়া হয়েছিল জোড়াফুল শিবিরের। তার পর থেকে মমতা নিয়ম করে উত্তরবঙ্গে গিয়েছেন। একাধিক প্রকল্পও চালু করেছেন মুখ্যমন্ত্রী। যার ফলও হাতে নাতে মিলেছে। বিধানসভা নির্বাচনে হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে তৃণমূল।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39