আসানসোল: কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা এবার প্রকাশ্যে। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে যখন থানা ঘেরাও কর্মসূচি চলছে। ঠিক তখন আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি ঘেরাও ও বিক্ষোভ দেখাতে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের স্বীকার।
জানা গিয়েছে, শনিবার দুপুরে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে নিয়ামতপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখতে যায়। ঠিক তখন আরও এক কংগ্রেস নেতা রাজেশ্বর শর্মার নেতৃত্বে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে ঘেরাও কর্মসূচি করতে পৌঁছলে কংগ্রেসের দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। উত্তেজনা এতটাই বেড়ে যায় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: অনশন মঞ্চ থেকে সরে আসার আর্জি মুখ্যমন্ত্রীর
অন্যদিকে কংগ্রেস নেতা রাজেশ্বর শর্মা বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হওয়ায় কোনও ব্লক কমিটি বা সভাপতি নেই। যদিও কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ফাঁড়ি ঘেরাও কর্মসূচি ছিল না। প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হলেও এখনও পর্যন্ত ব্লক কমিটি বদল হয়নি।
দেখুন আরও অন্যান্য খবর: