মালদহ: আজ শুক্রবার, মালদহে নির্বাচনী প্রচারে গিয়ে বড় বিপদে পড়লেন ঘটালের তৃণমূল প্রার্থী (TMC Candidate) সুপারস্টার দেব (Dev)। রতুয়ায় সভা করে রানিনগরের পথে রওনা দিয়েছিলেন তিনি। মাঝ আকাশে আচমকাই তাঁর কপ্টারে ধোঁয়া দেখা দেয়। সঙ্গে সঙ্গে জরুরী অবতরণ করে কপ্টারটি।
আরও পড়ুন: ৪৪টি বসন্ত পেরিয়ে ধর্মেন্দ্রর প্রেমে আজও রঙিন হেমা
এদিন মালদহ উত্তরের (Maldaha Uttar) তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে রতুয়ায় রোড শো করেন তিনি। তারপরেই চপারে রওনা হন মুর্শিদাবাদের পথে। মাঝ আকাশে আচমকাই তাঁর কপ্টার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ মালদহ হ্যালিপ্যাডেই জরুরী অবতরণ করাতে হয় দেবের কপ্টার। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
আরও খবর দেখুন