skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollসরকারি অনুদান আজও পাননি লক্ষাধিক মৎস্যজীবী
West Bengal Government

সরকারি অনুদান আজও পাননি লক্ষাধিক মৎস্যজীবী

দু’ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত সেই ১০ হাজার টাকা দেওয়া হল না

Follow Us :

কাকদ্বীপ: পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government)) মৎস্য বিভাগ থেকে মৎস্যজীবীদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল দুই মাস আগে। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত যন্ত্রচালিত ট্রলার কিংবা ভটভটি নিয়ে নদীতে কিংবা সমুদ্রে মাছ ধরতে পারবে না। একই সঙ্গে মৎস্য দফতর থেকে রাজ্য সরকারের সমুদ্রসাথী (Samudra Sathi) প্রকল্প থেকে ঘোষণা করা হয়েছিল, দু’ মাস কর্মহীন হয়ে থাকা মৎস্যজীবীদের ১০ হাজার টাকা করে পরিবার পিছু অনুদান দেওয়া হবে। ঘোষণার দু’ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত সেই ১০ হাজার টাকা পেলেন না এ রাজ্যের লক্ষাধিক মৎস্যজীবী।

আগামী ১৪ তারিখে সেই বিজ্ঞপ্তি বা নিষেধাজ্ঞা উঠে গেলেও পুনরায় দেনা করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন শুরু করেছেন ওই তাঁরা। এই ঘটনায় আক্রমণ রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিজেপি (BJP)। তারা একে ভাঁওতা বা ভোটের চমক বলে বিদ্রুপ করেছে। যদিও সরকার পক্ষ এবং শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য প্রকল্প যেমন মানুষ তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছে, এটাও তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

আরও পড়ুন: বেইমানদের এবার তাড়ানো হবে, বিস্ফোরক শতাব্দী

তবে ভোটের কাজে থাকার জন্য অনেক মৎস্যজীবী এখনও পর্যন্ত আবেদন করার সুযোগ পাননি তাই ১০ দিন বাড়ানো হয়েছে, তারপরে দেওয়া হবে ওই টাকা। সরকার পক্ষ এও জানিয়েছে, টাকা না দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। বিজেপি মিথ্যে অপবাদ দিচ্ছে। এতে কোনও লাভ হবে না। তবে এ বিষয়ে একেবারে মুখ খুলতে নারাজ দক্ষিণ ২৪ পরগনার সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ কুমার বাগ (Surajit Kumar Bag)।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular