বীরভূম: ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল রামপুরহাটে। একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৬৪০০ জিলেটিন স্টিক। তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ বুধবার গভীর রাতে বনহাটের হস্তিকান্দা গ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ জিলেটিন স্টিক। ওই স্টিক পাথর ভাঙার কাজে ব্যবহার হয়। বিস্ফোরক উদ্ধার করে বাড়িটিকে সিল করে রামপুরহাট থানার পুলিশ। কে বা কারা এখানে এই বিস্ফোরকগুলো রেখেছে, কী উদ্দেশ্য ছিল তাদের, এর পিছনে রাজনীতি আছে কি না, এই সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন: ফিরল শীত, ২ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা
এর আগেও রামপুরহাটে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। তা নিয়ে এনআইএ এখনও তদন্ত চালাচ্ছে। এছাড়া মহম্মদবাজার, ইলামবাজার-সহ বীরভূম জেলার একাধিক জায়গায় বিস্ফোরক মিলেছে। বুধবারের ঘটনার পর জেলার প্রতিটি রেলস্টেশন ও রেলপথে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। তল্লাশির কাজে নামানো হয়েছে পুলিশ কুকুর। বিরোধীদের অভিযোগ, বীরভূম জেলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা জেলার বিভিন্ন প্রান্তে বোমা-সহ নানা বিস্ফোরক মজুত করে রেখেছে। পুলিশ নীরব দর্শক হয়ে সব দেখছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
আরও অন্য খবর দেখুন