skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeরাজ্য৪৫ ঘণ্টা পর ধ্যান ভঙ্গ করলেন নরেন্দ্র মোদি
PM Narendra Modi

৪৫ ঘণ্টা পর ধ্যান ভঙ্গ করলেন নরেন্দ্র মোদি

৭৫ দিনে জনসভা এবং রোড শো মিলিয়ে ২০৬টি নির্বাচনী প্রচার করেছেন প্রধানমন্ত্রী

Follow Us :

কন্যাকুমারী: ৪৫ ঘণ্টা পর ধ্যান ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ৩০ জুন সন্ধেবেলা কন্যাকুমারীর (Kanyakumari) বিবেকানন্দ রক মেমোরিয়ালে (Vivekananda Rock Memorial) ধ্যানে বসেছিলেন তিনি। আজ, শনিবার ধ্যান ভাঙল তাঁর। স্বামী বিবেকানন্দ (Swamy Vivekananda) ঠিক যেখানে ধ্যানস্থ হয়েছিলেন সেই ধ্যান মণ্ডপেই আধ্যাত্ম্য চর্চা করলেন প্রধানমন্ত্রী। কথিত আছে, এখানে বসেই ভগবান শিবের জন্য তপস্যা করেছিলেন দেবী পার্বতী। এদিন ধ্যান শেষ করে তামিল সন্ত-কবি তিরুভাল্লুভারের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিলেন।

আরও পড়ুন: আজ, বিকেলে দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট

বৃহস্পতিবার পঞ্জাবের হোশিয়ারপুরে লোকসভা নির্বাচনের শেষ দফার জন্য প্রচার করেছিলেন মোদি। ওটাই ছিল এবারের নির্বাচনের আগে তাঁর শেষ রাজনৈতিক কর্মসূচি। গত ৭৫ দিনে জনসভা এবং রোড শো মিলিয়ে ২০৬টি নির্বাচনী প্রচার করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া ৮০টি আলাদা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। প্রচারের পরে আধ্যাত্ম্য চর্চার অভ্যেস তাঁর নতুন নয়। ২০১৯ সালে তিনি কেদারনাথ (Kedarnath) গিয়েছিলেন এবং ২০১৪ সালে শিবাজির প্রতাপগড়ে যান।

এদিকে মোদির এই ‘কর্মসূচি’র প্রবল বিরোধিতা করেছিলেন দেশের বিরোধী দলগুলির নেতানেত্রীরা। বুধবার এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেসের (Congress) শীর্ষস্থানীয় নেতারা। কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশনের ৪৮ ঘণ্টা প্রচার বন্ধ রাখার নির্দেশ কায়দা করে এড়িয়ে যাচ্ছেন মোদি। তাঁর ধ্যান করার ‘কর্মসূচি’ যাতে সংবাদমাধ্যমে সম্প্রচারিত না হয় তারও অনুরোধ করেছিল কংগ্রেস। যদিও গেরুয়া বসনে তাঁর ধ্যানস্থ হওয়ার ছবি দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular