বসিরহাট: পাশ করানোর দাবিতে স্কুলে বিক্ষোভ অকৃতকার্য ছাত্রী ও অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া শফিক আহমেদ গার্লস হাইস্কুলে বিদ্যালয়ে। ছাত্রী ও অভিভাবকদের দাবি, ৫৪ জন ছাত্রী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে পুনরায় পাস করিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উঠতে গিয়ে ৪৫ জন ছাত্রী অকৃতকার্য রয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে পাস করিয়ে দিতে হবে। বৃহস্পতিবার এই দাবি নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রী থেকে অভিভাবকেরা।
যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়ছে, ওই পড়ুয়ারা বেশিরভাগ বিষয়ে অকৃতকার্য হয়েছে। পাঁচটার বিষয়ের মধ্যে কেউ ৫টা আবার কেউ ৪টে ফেল করেছে। এ জন্য তাঁদের উজ্জল ভবিষ্যতের কথা মাথায় রেখে পাস করানো হয়নি। এরপরও যদি অভিভাবকেরা বলেন তাঁদের সন্তানদের পাশ করিয়ে দিতে হবে তাহলে সেটা তাঁরা সম্পূর্ণ দায়িত্ব নিলে পাশ করিয়ে দেওয়া হবে। এই স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীর সংখ্যা ৩ হাজার। নবম থেকে দশম শ্রেণিতে পরীক্ষা দিয়েছিল ১০০ জন। ছাত্রী তার মধ্যে ৪৫ জন অকৃতকার্য হয়েছিল।
আরও পড়ুন: মনোরঞ্জনের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল যুবনেত্রীর
প্রধান শিক্ষিকা মৈত্রী দাশগুপ্ত বলেন, মাধ্যমিক লেবেলে পড়াশোনা যারা প্রকৃত পাশ করেছে তাদেরকেই পাশ করানো হয়েছে। যারা অকৃতকার্য হয়েছে, তাদের ক্লাসে রাখা হয়েছে। স্কুলের প্রটোকল মেনে এই সিদ্ধান্ত। এদেরকে পাশ করালে মাধ্যমিকে রেজাল্ট খারাপ করবে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও দায় নিতে পারে না।