কামারহাটি: দিনেদুপুর ফের শুটআউট (shootout at Kamarhati)। বৃহস্পতিবার কামারহাটি (shootout at Kamarhati) থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি। পরপর ৫-৬ রাউন্ড চলল গুলি। কামারহাটি ষষ্টীতলার কাছে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। ওই তৃণমূল কর্মীর হাতে ও পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কর্মীকে (Trinamool worker)।
আরও অন্য খবর দেখুন