কাটোয়া: সদ্যোজাত শিশু কন্যাকে কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে সরকারি অ্যাম্বুল্য়ান্সে করে বাড়ি ফেরার পথে নামিয়ে দিল মাতৃযান চালক। অর্জুনডিহির বাসিন্দা নার্গিস খাতুন ৩ দিনের সদ্যোজাত শিশুকন্যাকে নিয়ে কাটোয়া ১ নম্বর ব্লকের পঞ্চানন তলার কাছে অসহায় অবস্থায় বসে থাকতে দেখা যায়। আসরফি বিবি সদ্যোজাত শিশুর দিদার অভিযোগ, কাটোয়া করুই রাস্তায় জল জমে থাকার কারণে মাতৃযান থেকে নামিয়ে দেন ওই চালক। তাঁকে ঘুরপথে নিয়ে যাওয়ার জন্যে বারবার অনুরোধ করা হলেও কোনও তোয়াক্কা না করেই নামিয়ে দেন বলে অভিযোগ। মাতৃযান চালককে ফের কাটোয়ায় নিয়ে যেতে বললে ২০০ টাকা লাগবে বলে জানান। প্রায় দু’ঘণ্টা ধরে রাস্তার পাশেই বসে থাকতে দেখা গেল ওই প্রসূতিকে।
তবে সরকারি অ্যাম্বুলেন্সের (মাতৃযান)পরিষেবা বিনা পয়সায় পাওয়া যায় তাহলে কীভাবে ওই মাতৃযান চালক ২০০ টাকা চাইলেন, যা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতালের সুপারকে বিষয়টি ফোনের মাধ্যমে জানানো হলে তিনি জানান, ওই মাতৃযান চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে বলেও জনান। তিনি আরও বলেন, অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব প্রসূতিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: তৃণমূল প্রধানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বৃদ্ধর