সিউড়ি: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমের সদর শহর সিউড়িতে। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে ২১ জুলাইয়ের সভাতে ডাক পেল না পুরসভার চেয়ারম্যান।
দিন কয়েক আগে সিউড়ি ১ ব্লক নেতৃত্বের সঙ্গে বাস স্ট্যান্ড তৈরি হওয়াকে কেন্দ্র করে পুরসভার গোষ্ঠীদ্বন্দ্ব উঠেছিল চরমে। প্রকাশ্যে মুখ খুলছিলেন একে অপরের বিরুদ্ধে। আবারও প্রকাশ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। পুরসভা থেকে ঢিলোছড়া দূরত্বে তৃণমূলের জেলা কার্যালয়। আর সেখানেই ব্লক নেতৃত্বের পক্ষ থেকে হচ্ছে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা। সেখানে ডাকা হল না সিউড়ি পুরসভার চেয়ারম্যানকে।
আরও পড়ুন: বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বিজেপিকে মিছিলের অনুমতি হাইকোর্টের
চেয়ারম্যানের দাবি, সংঘাত লেগেই রয়েছে। আমাকে ডাকা ওদের উচিত ছিল। আমরা সমস্ত অনুষ্ঠানে তাঁদের আমন্ত্রণ জানাই। যদিও সিউড়ি এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দাবি, সমস্ত অনুষ্টানে ডাকতে হবে, এমন কোনও মানে নেই। যদি কারও আসতে ইচ্ছা হয়, সে আসতেই পারে।
দেখুন আরও অন্যান্য খবর: