পুনে: ভোটার মাত্র ১৬০ জন। তবু তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে চায়নি জাতীয় নির্বাচন কমিশন। চলতি লোকসভা নির্বাচনে এই ১৬০ জন ভোটারদের ভোটদানের অধিকারকে সম্মান জানিয়ে এগিয় কমিশন। মহারাষ্ট্রের উচ্চতম কেন্দ্রে বসবাস করেন এই ১৬০ ভোটার। তাঁরা যাতে সুষ্ঠভাবে ভোটদান করতে পারেন তার জন্য পোলিং অফিসারদের পাঠায় কমিশন।
মঙ্গলবার তৃতীয় দফায় ওই কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়। জীবনের ঝুঁকি নিয়ে মহারাষ্ট্রের (Maharashtra) ওই উচ্চতম কেন্দ্রে পৌঁছেছিল পোলিং অফিসাররা। মঙ্গলবার ভোট শেষ হওয়ার পর আজ বুধবার সেই অফিসাররা নামল সমতলে। একটি ভিডিওতে দেখা যাচ্ছা, পাহাড়ের গাঁ বেয়ে সিড়ি দিয়ে একে একে নামছেন পোলিং অফিসারেরা। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের রাইরেশ্বরে তৃতীয় দফার ভোট ছিল গতকাল। পুনে থেকে ৮২ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা সমুদ্রতল থেকে ৪৫০৫ ফুট উপরে। ভোটগ্রহণের আগে কার্যত ট্রেক করে উপরে উঠতে হয়। প্রায় একঘণ্টা ট্রেক করে সমতলে নামতে হয় পোলিং অফিসারদের। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেক করে করে নামছেন অফিসারেরা।
আরও পড়ুন: রণক্ষেত্র মালদহের হবিবপুর, জনতা-পুলিশ সংঘর্ষে আহত দু’পক্ষের বহু
#WATCH | Pune, Maharashtra: The highest polling station in Raireshwar has been set up for 160 voters. The polling team trek for an hour with the help of an iron ladder to reach the polling station.
(Video Source: District Information Officer) pic.twitter.com/tCyfINVx8F
— ANI (@ANI) May 8, 2024