মুর্শিদাবাদ: মঙ্গলবার তৃতীয় দফার ভোটের পরেই বুধবার সকালে উত্তপ্ত হয়ে উঠল রানিতলা থানার (Ranitala PS) হোসনাবাদ গ্রাম। জানা যাচ্ছে, এই এলাকায় বুধবার গুলি চলেছে। গুলিতে গুরুতর আহত হয়েছে তিন শিশু সহ এক যুবক। আহতদের নাম ইব্রাহিম শেখ (বয়স ৬), সজিব শেখ (বয়স ১০), জসীমউদ্দীন শেখ (বয়স ১০), রাজীব শেখ (বয়স ২৬)। যদিও কে বা কারা গুলি চালিয়েছে সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত, মঙ্গলবার পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত মুর্শিদাবাদে ৭৬.৪৯ শতাংশ ভোট পড়েছে। পাশাপাশি, মালদহ উত্তরে ভোটের হার ৭৩.৩০ শতাংশ, মালদহ দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ এবং জঙ্গিপুরে ভোট পড়েছে ৭২.১৩ শতাংশ।
আরও পড়ুন: জেলায় জেলায় চলবে ঝড়বৃষ্টি, কমবে তাপমাত্রাও
উল্লেখ্য, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় কোনও ঘটনা সেভাবে না ঘটলেও তৃতীয় দফার নির্বাচনে বাংলার চার কেন্দ্র মিলিয়ে বিকেল পর্যন্ত কমিশনের কাছে ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। কমিশনের রিপোর্ট অনুযায়ী, দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ২১৭টি। যার মধ্যে সিপিএমের অভিযোগ সব থেকে বেশি, ১৫৩টি। কংগ্রেস ২৫টি, তৃণমূল ১৭টি এবং বিজেপি ১০টি নালিশ করেছে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে।
আরও খবর দেখুন