skip to content
Tuesday, July 2, 2024

skip to content
Homeকলকাতাদিল্লিতে তৃণমূলের বিক্ষোভের পাল্টা বিজেপি

দিল্লিতে তৃণমূলের বিক্ষোভের পাল্টা বিজেপি

কলকাতার মেয়ো রোডে ধরনা দেবে মহিলা মোর্চা

Follow Us :

কলকাতা: দিল্লিতে (Delhi) যখন বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল (TMC) সেসময় পাল্টা কর্মসূচি নিল বিজেপিও (BJP)। সোমবার ও মঙ্গলবার দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের। বিজেপি সাংসদরাও (MP) একইসময়ে দিল্লি যাবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। কলকাতাতেও (Kolkata) তাঁরা ধরনা দেবেন। আগেই তৃণমূলের কর্মসূচি ঘোষণা হয়েছিল। বাসে করে তৃণমূলের কর্মীরা ইতিমধ্যে রওনা দিয়েছেন। দিল্লি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জানা গিয়েছে, রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কয়েকজন সাংসদকে নিয়ে দিল্লি যাবেন। সেখানে তিনি সাংবাদিক বৈঠক করবেন।

বিজেপির সূত্রে জানা গিয়েছে, বিজেপির সাংসদরা পাল্টা বলতে চান কোন অনিয়মের কারণে বাংলাকে বকেয়া টাকা কেন্দ্রের দেওয়া উচিত নয়। তা নিয়ে আওয়াজ তুলবেন তাঁরা। কলকাতার মেয়ো রোডে ধরনায় বসবে বিজেপির মহিলা মোর্চা। সেখানে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাবে তৃণমূল। মঙ্গলবার যন্তর মন্তরে হবে ধরনা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের দফতরের উদ্দেশে মিছিল করে যাবেন তৃণমূলের কর্মীরা।

আরও পড়ুন: দিল্লি যাওয়ার আগে বিরোধীদের কড়া ভাষায় কটাক্ষ অভিষেকের

এদিকে রবিবার কলকাতা থেকে দিল্লির যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদলের দিকে একটার পর একটা কটাক্ষের তির ছুড়ে দেন। বলেন এই বঞ্চনার রাজনীতি চলতে পারে না। বিজেপি ভাবছে যে তারা চিরকাল ক্ষমতায় থাকবে। তারা যদি মনে করে যে তারা জনগণকে নির্যাতন করবে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করবে, জনগণ গণতান্ত্রিকভাবে তার যোগ্য জবাব দেবে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular