Thursday, July 3, 2025
Homeজেলার খবরBirati Fire Breakout: বিরাটিতে বিধ্বংসী আগুন, মৃত বাবা-ছেলে

Birati Fire Breakout: বিরাটিতে বিধ্বংসী আগুন, মৃত বাবা-ছেলে

Follow Us :

বিরাটি: ভোররাতে বিরাটি মহাজাতিনগরে বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত হয়ে মৃত্যু বাবা ও ছেলে। জখম হয়েছেন আরও এক। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাসথ্লে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন দেখা যায় বিরাটি এক নম্বর মহাজাতিনগরের একটি বাড়িতে দেখতে পান স্থানীয়রা। এরপরেই তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন ভোররাতে একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে বাড়ি। কালো ধোঁয়া বের হচ্ছে একতলা থেকে। বহু চিৎকার করলেও ওই বাড়ির কারও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এই বাড়িটি বিজয়কুমার বন্দ্যোপাধ্যায়ের। বয়স ৯২ বছর। তিনি, তাঁর স্ত্রী ও ছেলে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বাড়িতে থাকেন। বিদ্যুৎবাবু রাষ্ট্রায়ত্ত্ব একটি ব্যাঙ্কের কর্মী।

আরও পড়ুন:Enforcement Directorate: মামলা বাড়ছে, কর্মী সংখ্যা বাড়ানোর আবেদন ইডি-র

আগুন নিয়ন্ত্রণে আনলে দেখা যায়, বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বাবা বিজয়কুমার বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন। গুরুতর অসুস্থ হয়েছেন মা। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39