মুর্শিদাবাদ: রাতভর নিখোঁজ থাকার পর পুকুর থেকে কিশোরীর (Teenager) দেহ উদ্ধার মুর্শিদাবাদের ভরতপুরে। বছর সতেরোর টিনা খাতুন ভরতপুর বাজার পাড়ার বাসিন্দা। বুধবার স্থানীয় এক পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়ায় হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ টিনা নিজের প্রয়োজনীয় জিনিষ কিনবে বলে বাড়ি থেকে বেরোয়, তারপর থেকে কোথাও তার কোনও খোঁজ মেলেনি। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়, আজ সকাল ১০টা নাগাদ একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় বলে স্থানীয় সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে ওই পুকুর পাড় থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি জানা যাবে।
আরও পড়ুন: Jiban Krishna Saha | জীবনকৃষ্ণের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই
এদিকে আরও এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল রঘুনাথগঞ্জ-এর নিস্তা গ্রামে। তিনদিন ধরে নিখোঁজ ছিল দীপঙ্কর মণ্ডল নামের এক মাধ্যমিক পরীক্ষার্থী (Madhyamik students)। বুধবার সকালে স্থানীয় এক লিছু বাগানের ঝোঁপ থেকে তার পচাগলা দেহ উদ্ধর হল।
দীপঙ্করের পরিবার সূত্রে খবর, পরিবারে অভাব অনটন থাকার কারণে দীপঙ্কর একটি টুকটুক গাড়ি চালত। প্রতিদিনের মতোই সে গত রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তিনদিন ধরে বহু স্থানে খোঁজাখুঁজি চলে, অবশেষে আজ তার মৃত দেহ উদ্ধার হল।
মৃত ছাত্রের বাড়ি সাগরদিঘি থানার কান্তনগরে। পুলিশ সূত্রে খবর, যে স্থান থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে বেশ কয়েক কিলোমিটার তার টুকটুক গাড়িটি উদ্ধার হয়েছে। পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করছে বলে জানিয়েছে।
দুটি রহস্য মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিবারের দাবি, তাঁদের সন্তানকে খুন করা হয়েছে। তাঁরা আরও জানিয়েছেন, অপরাধীরদের খুঁজে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।