আর কদিন পরেই অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya)। জ্যোতিষ মতে এবারের অক্ষয় তৃতীয়া বিশেষ। কারণ, এই রাশিতে বৃহস্পতি, বুধ, রাহু ও ইউরেনাস যুক্ত হতে চলেছে। অন্য দিকে এই তিথিতে চন্দ্র ও শুক্র বৃষ রাশিতে উপস্থিত থাকবে। এই গ্রহের যোগ অতন্ত্য ফলদায়ী হতে চলেছে পাঁচরাশির জাতকদের জন্য। কোন সেই পাঁচরাশি জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Akshay Tritiya । ধনতেরসের মতোই শুভ অক্ষয় তৃতীয়া, জানেন কেন শুভ মান হয়?
মেষ রাশি: এই রাশির জাতকের জন্য অতন্ত্য শুভ হতে চলেছে অক্ষয় তৃতীয়া। চাকরিতে অগ্রগতি হবে, নতুন দায়িত্ব দেওয়া যেতে পারে, পাশাপাশি আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিনে দাতব্য কাজ করুন, এটি আপনার অনেক উপকার করবে। টাকা ও সোনা অর্জন করবেন।
কর্কট রাশি: এই রাশির জাতকেরা গাড়ি কেনার ক্ষেত্রে সফল হবেন। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এই দিনটি খুব শুভ হবে। হীরে আপনার জন্য বিশেষ উপকারী হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবেই।
বৃষ রাশি: অক্ষয় তৃতীয়ায়, পঞ্চগ্রহী যোগ বৃষ রাশির ব্যক্তিদের, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থ এবং অবস্থান দুই বৃদ্ধি পাবে। সঞ্চয় করতে সক্ষম হবেন। সন্তানদের দিক থেকে ভালো খবর পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে চান তবে এই দিনটি খুব শুভ হবে। রুপো কেনা আপনার জন্য ভাল হবে।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতকেরদের গাড়ি কেনার জন্য শুভ। চন্দ্র ও শুক্রের শুভ দিক থাকায় ব্যবসায় লাভ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এখন গতি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজে খুশি হবেন। বিশেষ করে শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপকার করবে।