Placeholder canvas

Placeholder canvas
HomeScrollICC: বার্ষিক সভায় নতুন সদস্য আরও ৩ দেশ

ICC: বার্ষিক সভায় নতুন সদস্য আরও ৩ দেশ

Follow Us :

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (#ICC ) সদস্যপদ পেল নুতন ৩টি দেশ। এশিয়া জোন থেকে এলো আরো দুটি দেশ- কম্বোডিয়া ও উজবেকিস্তান । আর আফ্রিকা থেকে যোগ দল আইভরি কোস্ট। এরা সকলে হল অ্যাসোসিয়েট মেম্বার। বার্মিংহামে বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ক্রিকেটে এশিয়ার ২৪ এবং ২৫তম দেশ হয়ে আইসিসির মেম্বার হল, যথাক্রমে- কম্বোডিয়া ও উজবেকিস্তান। আর আফ্রিকার ২১তম দেশ হয় জায়গা পেল আইভরি কোস্ট। এই নতুন তিনটি দেশ সদস্যপদ পাওয়ায় আইসিসির এখন মোট মেম্বার দেশ ১০৮টি। এরমধ্যে ফুল মেম্বার ১২টি দেশ। আর অ্যাসোসিয়েট মেম্বার ৯৬টি।

https://twitter.com/sportstigerapp/status/1552371095579537408?s=19

ফুল মেম্বার দেশগুলো হল – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ,বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। আগে আইসিসির সদস্য ছিল ১০৫টি দেশ। আইসিসির সদস্যপদ পেতে আবেদন জানিয়েছিল – ইউক্রেন। বিশ্ব ফুটবল সংস্থা ফিফা ( #fifa ) এই দেশটির পাশে আছে – রাশিয়ার সঙ্গে টানা যুদ্ধের সময়। অথচ তাতে মুখ ঘুরিয়ে রইলো আইসিসি। সদস্য পদ চেয়ে এই দেশের আবেদন, আপাতত সরিয়ে রাখলো। কিন্তু কেন – এর কারণ জানায়নি আইসিসি। একই সভায়, শর্ত পূরণ করতে না পারায় রাশিয়ার সদস্যপদ কেড়ে নিয়েছে আইসিসি।

এরআগে ২০২১ সালের বার্ষিক সাধারণ সভায় রাশিয়ার সদস্যপদ আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে ঘোষণা করেছিল আইসিসি।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular