মুম্বই: রিল কিংবা রিয়েল লাইফ সর্বত্রই অনুরাগীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন ভাইজান। তবে এই মুহূর্তে বলিউড অভিনেতার জীবননাশের একাধিক হুমকিতে তার সুরক্ষা নিয়ে সকলেই চিন্তিত। মুম্বইয়ের পুলিশ প্রশাসন বাড়িয়েছেন তাঁর নিরাপত্তার বেড়াজাল। সলমন খান নিজের নিরাপত্তা আরো জোরদার করতে দুবাই থেকে আনিয়েছেন বিশেষ বুলেটপ্রুফ গাড়ি।কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন অভিনেতা৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে৷ অভিনেতার নিরাপত্তা রক্ষায় যথেস্ট প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রসাশন৷কিন্তু সফর বাতিলের কোনও প্রশ্নই নেই৷মুম্বই থেকেও সলমনের সঙ্গে আসছে বিশাল নিরাপত্তা বাহিনী৷ ‘টাইগার’ এর সুরক্ষায় ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হবে তা বিস্তারিত ভাবে জানানো হয়নি৷ তবে, কড়া নিরাপত্তার বলয়ে থাকবেন অভিনেতা, নিশ্চিত করছে প্রশাসন৷
এর মধ্যেই আগামী ১৩ মে কলকাতা শহরে আসছেন বলিউড হার্টথ্রব হিরো সলমন খান। দীর্ঘ প্রায় ১৩ বছর পর বলিউড নায় ক কলকাতায় আসছেন। কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ময়দান প্রাঙ্গনে পারফর্ম করবেন ভাইজান। সঙ্গে থাকবে এক ঝাক পলি তারকা। সোনা কৃষিনা পূজা হেগড়ে, গুরু রান্ধাওয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ুষ শর্মা, প্রভু দেবার মত তারকারা থাকবেন তাঁর সাথে। সে কথা নিজেই টুইট করে জানিয়েছেন সলমন।
কলকাতায় এসে প্রথমেই তিনি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ওইদিনই অর্থাৎ শনিবার সন্ধ্যের ৬টায় ইস্টবেঙ্গল মাঠে ‘দা-বাং দ্যা ট্যুর রিলোডেড’ শো করবেন তিনি।