skip to content
Monday, June 24, 2024

skip to content
HomeScrollতৃণমূলের পাল্টা ধরনায় বিজেপি

তৃণমূলের পাল্টা ধরনায় বিজেপি

Follow Us :

কলকাতা: তৃণমূলের পাল্টা এবার ধরনা দিতে চলেছে বিজেপি। ২ অক্টোবর দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধরনা পাল্টা ধর্মতলায় বিজেপিও ধরনা দিতে চলেছে। রাজ্যের চাকরি সহ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চাকরি বিক্রি, মহিলাদের উপর অত্যাচার সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে রাজ্য বিজেপি।

শুক্রবার রেলের তরফে স্পেশাল ট্রেন (Special Train) তৃণমূলকে (TMC) দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছিল। গোটা ট্রেন ভাড়া চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু তারপরেও ট্রেন না পেয়ে বিকল্প হিসেবে বাস-কে বেছে নেয় নেতৃত্ব। সেইমতো শনিবার সকালে দিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিল ৫০টি বাস। ভলভো সংস্থার স্লিপার বাসগুলিতে তৃণমূলের কর্মী-সমর্থক সহ জব কার্ড হোল্ডারদের (Job Card Holder) নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫ হাজার লোককে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। এদিন সকাল সাড়ে ৮টায় বাসগুলি ছাড়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।

আরও পড়ুন: অবশেষে রাজভবনেই শপথ ধূপগুড়ির তৃণমূল বিধায়কের

তৃণমূল সূত্রে খবর, যাত্রীদের জন্য খাবার, ওষুধ, মেডিক্যাল কিটের ব্যবস্থা করা হয়েছে। বাসে করে জব কার্ড হোল্ডারদের নিয়ে যাওয়া হচ্ছে। দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি সহ দলের কর্মী মিলিয়ে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কর্মীর তৃণমূলের দিল্লি ধরনা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। শুক্রবার রাজ্য়ের বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলে আসেন। তাঁদের নিয়ে আজ সকালে দিল্লির উদ্দেশে বাস ছাড়ল। জেলাভিত্তিক বাসের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি এদিন দুপুর থেকেই দিল্লি যাওয়ার উদ্দেশে কলকাতা বিমানবন্দরে আসতে থাকেন তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীরা। রাজ্যের বকেয়ার দাবি আদায়ের লক্ষ্যে ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে আন্দোলন কর্মসূচি রয়েছে তৃণমূলের। সেই আন্দোলনে অংশ নিতে দিল্লি যাওয়ার জন্য শনিবার দুপুর থেকে কলকাতা বিমানবন্দরে আসতে শুরু করে রাজ্যের বিধায়ক ও মন্ত্রীরা।

উল্লেখ্য, তৃণমূলের তরফে আইআরসিটিসি-র কাছে স্পেশাল ট্রেন চেয়ে আবেদন করা হয়েছিল। সেইমতো আইআরসিটিসি পূর্ব রেলের কাছে স্পেশাল ট্রেনের জন্য আবেদন করে। এদিন সেই ট্রেন দেওয়া যাচ্ছে না বলে আইআরসিটিসিকে জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | বিরোধীদের অভিযোগ মমতার মুখেই, এবার আর কী বলবে বিজেপি?
00:00
Video thumbnail
Mamata Banerjee | টেন্ডার দিতে পারবে না, পুরসভাগুলি ক্ষমতা কেড়ে নিলেন মমতা
00:00
Video thumbnail
Mamata Banerjee | সবচেয়ে খারাপ মিউনিসিপ্যালিটি কোনগুলো? কী বললেন মমতা?
00:00
Video thumbnail
Mamata Banerjee | পুর-বৈঠকে বড় খবর!, কী বললেন মমতা?
00:00
Video thumbnail
সংসদের প্রথম দিনই উত্তাল, বিরোধীরা, কী কী করলেন ?
00:00
Video thumbnail
parliament session Live | প্রোটেম স্পিকার নিয়েই প্রথম লড়াই সংসদে, স্পিকার নিয়ে কী হবে?
00:00
Video thumbnail
TMC-Congress | এবার জোট বাংলাতেও! কংগ্রেস-তৃণমূল জোটের সাফল্য, হতবাক বিজেপি-সিপিএম
00:00
Video thumbnail
June Malia | বিধায়কের পর সাংসদ জুন মালিয়া, দিল্লি গিয়ে কী করলেন?
00:00
Video thumbnail
৪টেয় চারদিক | 'কিচ্ছু কাজ হচ্ছে না পুরসভায়', কোন কোন পুরসভাকে ধমক মমতার?
51:32
Video thumbnail
Amit Shah | N. Chandrababu Naidu | স্পিকার পদ নিয়ে নাইডুকে ফোন শাহর! কোন দাবিতে অনড় টিডিপি ?
05:17:25