নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা আজ। সোমবার দুপুর ১২টায় রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, মিজোরাম ও ছত্তিশগড়ের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। নবরাত্রি শুরুর আগেই বেজে উঠতে চলেছে ভোটযুদ্ধের দামামা। এই পাঁচ রাজ্যের ভোটের ফলের উপর নির্ভর করবে আগামী লোকসভা নির্বাচনের ভাগ্যও।
আরও পড়ুন: লাদাখ-কারগিল পার্বত্য পরিষদ ভোটে গোহারা বিজেপি
২০২৪ সালের আগে পায়ের তলার মাটি শক্ত করে নিতে তৎপর শাসক বিরোধী সব পক্ষ। বিরোধীরা একদিকে যেমন জোট বেঁধে মঞ্চ তৈরি করেছে, অপরদিকে আবার শাসকদলের সঙ্গে জোট বাঁধতে আগ্রহ দেখাচ্ছে জোটে অংশ না নেওয়া বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল। ২০২৩ সালের প্রথমদিকে কয়েকটি রাজ্যের ভোট থেকে হাওয়া কিছুটা বোঝা গেলেও আগত ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন শাসক বিরোধী দুজনেরই শক্তি পরীক্ষার আসর।
Election Commission of India to hold a press conference in Delhi today. The election schedule of the general election to legislative Assemblies of Mizoram, Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan and Telangana to be announced. pic.twitter.com/Xni6RJDise
— ANI (@ANI) October 9, 2023
দেখুন আরও খবর: