Placeholder canvas

Placeholder canvas
HomeScrollলাদাখ-কারগিল পার্বত্য পরিষদ ভোটে গোহারা বিজেপি

লাদাখ-কারগিল পার্বত্য পরিষদ ভোটে গোহারা বিজেপি

Follow Us :

কারগিল (লাদাখ): লাদাখ স্বশাসিত পার্বত্য উন্নয়ন পর্ষদ-কারগিল (LAHDC-Kargil) ভোটে গোহারা বিজেপি (BJP)। ১৮টি আসনের মধ্যে কংগ্রেস (Congress) জিতেছে ৮টি আসনে। ন্যাশনাল কনফারেন্সের (NC) ঝুলিতে ৭টি এবং বিজেপি পেয়েছে মাত্র ২টি। নির্দল (Independent) জিতেছে একটি আসনে।

বারু, শাকর, পরকাচিক, চিক্তন, চোসকোরে, রাম্বিপুরা, তাইসুরু এবং পাশকুম আসনে জিতেছে কংগ্রেস। ন্যাশনাল কনফারেন্স জিতেছে কারগিল টাউন, ঠাসগাঁও, ঠুনিয়া, সিলমু, পোইয়েন, ইওরবালটাক, ভীমবাট এবং পদুম আসনে। বিজেপি চা এবং স্টাকচায় খাংগ্রাল আসনে কংগ্রেসকে হারিয়ে জিতেছে। বারসু আসনটি নির্দলের। এখনও কয়েকটি আসনে ভোট গণনা চলছে।

আরও পড়ুন: বেথলেহেমে সপরিবারে আটকে মেঘালয়ের এমপিসহ ২৪

লাদাখকে (Ladakh) কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা এবং কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর এটাই ছিল প্রথম নির্বাচন। বিজেপির কাছে এই ভোট ছিল এক লিটমাস টেস্ট। ২৬ আসনে ভোটগ্রহণ হয় গত ৪ অক্টোবর। মোট ৯৫,৩৮৮ জন ভোটারের মধ্যে ৭৪,০২৬ জন অর্থাৎ ৭৭.৬১ শতাংশ ভোট দিয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের ফিরোজ আহমেদ খানের নেতৃত্বে বিদায়ী পর্ষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয় গত ১ অক্টোবর।

পর্ষদের মোট আসন ৩০, যার মধ্যে ২৬ আসনে ভোট হয়েছে। ভোটদানের অধিকার সম্মত প্রশাসনের মনোনীত ৪ কাউন্সিলর পরে ঠিক হবেন। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস ভোটপূর্ব জোট ঘোষণা করলেও যথাক্রমে ১৭ এবং ২২ আসনে প্রার্থী দিয়েছিল।

গত নির্বাচনে বিজেপি মাত্র একটি আসনে জিতেছিল। কিন্তু পরে পিডিপি-র ২ জন বিজেপিতে যোগ দেওয়ায় তাদের কাউন্সিলর ছিল ৩। আম আদমি পার্টি এই প্রথম চারটি আসনে প্রার্থী দিয়ে ভাগ্য পরীক্ষায় নেমেছে। ২৫টি আসনে নির্দল দাঁড়িয়েছে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular