Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পুত্রেরা
Congress

কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পুত্রেরা

এই তালিকায় তারুণ্যে ভরসা রাখল ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’

Follow Us :

নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস (Congress)। ৪৩ জনের এই তালিকায় তারুণ্যে ভরসা রাখল ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’। নাম রয়েছে বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোক গেহলত (Ashoke Gehlot) এবং কমল নাথের (Kamal Nath) পুত্রদের।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে নকুল নাথকে (Nakul Nath) দাঁড় করানো হয়েছে ছিন্দওয়ারা আসনে। এই কেন্দ্রে গতবারেও জিতেছিলেন তিনি। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র বৈভব গেহলত (Vaibhab Gehlot) প্রতিদ্বন্দ্বিতা করছেন সে রাজ্যের জালোর কেন্দ্র থেকে। এদিকে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের (Tarun Gogoi) ছেলে গৌরব গগৈ দাঁড়িয়েছেন জোড়হাট থেকে যেখান থেকে ২০১৯ সালে সাংসদ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: সময়সীমা মেনেই এসবিআই নির্বাচনী বন্ডের নথি দিল নির্বাচন কমিশনকে

কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকায় অসমের ১২ জন, গুজরাতের সাতজন, মধ্যপ্রদেশের ১০ জন, রাজস্থানের ১০ জন এবং দমন-দিউ থেকে একজন রয়েছেন। কংগ্রেসের সাধারণ সচিব কে সি বেণুগোপাল (KC Venugopal) জানিয়েছেন, এই তালিকার প্রার্থীদের ৭৬.৭ শতাংশ সংখ্যালঘু, তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত।

লক্ষণীয় বিষয়, বাকি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে ২০১৯ লোকসভা নির্বাচনে জিতলেও গেহলত-পুত্র বৈভব যোধপুর কেন্দ্রে হেরে যান। তাঁকে এবার আনা হয়েছে জালোরে যা তাঁর বাবার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এদিকে সোমবার কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে ছিলেন না অশোক গেহলত যা নিয়ে বিতর্ক হয়। কেন তিনি ভোটে লড়ছেন না, এ প্রশ্নও উঠে আসে বৈঠকে। এমনকী কে সি বেণুগোপাল জানতে চান, ভূপেশ বাঘেলের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রী লড়ছেন সেখানে অশোক গেহলত কেন নয়। এক বরিষ্ঠ কংগ্রেস নেতা জানিয়েছেন, গেহলতের অসুস্থতাই তাঁর নির্বাচনে না লড়ার কারণ।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular