Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসময়সীমা মেনেই এসবিআই নির্বাচনী বন্ডের নথি দিল নির্বাচন কমিশনকে
Electoral Bond

সময়সীমা মেনেই এসবিআই নির্বাচনী বন্ডের নথি দিল নির্বাচন কমিশনকে

শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা চেয়ে দ্রৌপদীকে আর্জি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের

Follow Us :

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওয়া সময়সীমা মেনেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্বাচনী বন্ড (Electoral Bond) সংক্রান্ত সমস্ত নথি নির্বাচন কমিশনকে (Election Commission) পাঠিয়ে দিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে। তবে ব্যাঙ্কের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আদালতে কোনও হলফনামা দেয়নি। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগামিকাল বুধবার হলফনামা জমা দেওয়া হবে। আদালতের নির্দেশমতো নির্বাচন কমিশন সমস্ত তথ্য তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে।

সুপ্রিম কোর্ট বলেছে, কোন দল কার কাছ থেকে কত টাকা চাঁদা পেয়েছে, তা ব্যাঙ্ককে জানাতে হবে না। রাজনৈতিক দলগুলি স্টেট ব্যাঙ্ক থেকে কত বন্ড কিনেছে, তা জানালেই হবে। ব্যাঙ্ক ওই তথ্য জানানোর জন্য সময় চেয়েছিল। কিন্তু শীর্ষ আদালত সোমবার তাদের সময় দিতে রাজি হয়নি। তারা সাফ জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে নথি পেশ করতে হবে নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুন: অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, প্রকাশ্যে জানালেন মুখ্যমন্ত্রী

গত মাসে সুপ্রিম কোর্ট বলেছিল, নির্বাচনী বন্ড অসাংবিধানিক। এদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। তাদের আর্জি, তিনি যেন এই রায়ের উপর প্রেসিডেন্সিয়াল রেফারেন্স প্রয়োগ করেন। অ্যাসোসিয়েশনের মতে, এই রায় সাংবিধানিক সঙ্কট ডেকে আনতে পারে। তাছাড়া এই রায় আইনসভার কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। সংসদ, সব রাজনৈতিক দল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষে্র স্বার্থে ওই রায় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছে তারা।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular