Placeholder canvas

Placeholder canvas
HomeআজকেAajke | সিএএ লাগু হল, কাদের লাভ?

Aajke | সিএএ লাগু হল, কাদের লাভ?

বাংলার হিন্দু মানুষজনের এক বড় অংশ বাংলাদেশ থেকে এসেছেন

Follow Us :

মোদি সরকারের এক অদ্ভুত ব্যাপার আছে, বিরাট হাঁকডাক দিয়ে তাঁরা যা করছেন তার প্রায় সবটাই ইনট্যানজিবল, তা দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝাও যায় না। কিন্তু ঢাক বাজতেই থাকে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি কি গ্যারান্টি, মোদিজি কথা রাখলেন ইত্যাদি ইত্যাদি। ঘোষণা হয়ে গেছে এমন বিরাট বিরাট বিষয়ের আলোচনায় মাসখানেক মাসদুয়েক পরে হাতে থাকে পেনসিল, কিন্তু সেই সময়ে তা এক বিরাট ব্যাপার। ধরুন না এই সিএএ লাগু হওয়ার কথাটাই। মতুয়াদের এক অংশ গতকাল রাতে ঢাকঢোল নিয়ে আনন্দ উৎসব করছেন, বিধানসভার বিরোধী নেতা খঞ্জনি বাজিয়ে বলছে হরিবোল হরিবোল, সিএএ লাগু হয়ে গেল। সেই কোথায় বীরভূম, সেখানেও দেখলাম কিছু মানুষ ঢাক বাজাচ্ছেন, মহিলারা সিঁদুর খেলছেন, কী আনন্দ কী আনন্দ সিএএ লাগু হয়ে গেল। যাঁরা নাচছেন, সিঁদুর খেলছেন, ঢাক বাজাচ্ছেন বা হরিবোল হরিবোল বলছেন, তাঁদের আধার কার্ড নেই? তাঁরা ভোট দেন না? এ বাংলায় তাঁদের জমিজিরেত নেই? তাঁরা পিএম কিসানের টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান না? স্বাস্থ্যসাথী কার্ড নেই? ভোটার কার্ড নেই? তাহলে তাঁরা নাচছেন কেন? জিজ্ঞেস করায় জানিয়েছেন সিএএ লাগু হয়ে গ্যালো, এবার সবাই নাগরিক, তাই আনন্দে নাচছেন। এক আধজন জানিয়েছেন এবার থেকে আমরা স্থায়ী নাগরিক। মানে কী? কেউ জানেন না। অবশ্য কেউ জানেন না কথাটাও ঠিক নয়, কাঁথির খোকাবাবু বা দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার জানেন বইকী, একটা আইন পাশ হওয়ার চার বছর তিন মাস পরে কেন ভোটের সময় তা আচমকা লাগু করে কার লাভ হল তা তো ওনারা জানেন, বিলক্ষণ জানেন। কিন্তু ছাগলের তৃতীয় সন্তান আম আদমিরা সেই গোপন পরিকল্পনা নিয়ে চিন্তিত নন, এতদিন নাকি তাঁরা নাগরিক ছিলেন না, এবারে স্থায়ী নাগরিক হবেন। আর একবার স্থায়ী নাগরিক হলে তো আর কথাই নেই, মাছ কাটলে মুড়ো দেব, উড়কি ধানের মুড়কি দেব, গাই বিয়োলে দুধ দেব, এবার তো সব পাওয়া যাবে। সেটাই বিষয় আজকে, সিএএ লাগু হল। কাদের লাভ?

বাংলার হিন্দু মানুষজনের এক বড় অংশ বাংলাদেশ থেকে এসেছেন, কেউ ৪৭-৪৮-এ, কেউ ৫৬-৫৭তে, কেউ ৬৭-৬৮ আবার বেশ কিছু মানুষ ৭১-এর যুদ্ধের আগে এদেশে এসেছেন। এসেছেন, জমি কিনেছেন, চাকরি বাকরি করেছেন, রেশন কার্ড হয়েছে, অনেকের পাসপোর্ট হয়েছে, ভোটার কার্ড তো হয়েইছে, ভোট না দিলে তো পেটের ভাতই হজম হবে না, অতএব বছর বছর গাই বিয়োনোর মতোই নিয়ম করে ভোট দিয়েছেন। পরবর্তীতে আধার কার্ড হয়েছে, মোবাইল হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে, এর সঙ্গে তার, তার সঙ্গে ওর সংযুক্তিকরণও হয়েছে, যাকে লিঙ্ক করা বলে, সেটাও করেছেন, এবং তারপরেও স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন বলে ঢাক বাজাচ্ছেন।

আরও পড়ুন: (Aajke) | বহরমপুরে ঝুমে জো পাঠান

প্রথম কথা এই মানুষজনদের জানাই নেই বা তাঁদের জানানো হচ্ছে না যে এই সিএএ আইনে এমনি এমনিই নাগরিকত্ব আকাশ থেকে টুপ করে খসে পড়বে না, আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান বা পারসি হন এবং ২০১৪-র আগে যদি আপনি বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের ফলে সে দেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন, এমনটা হয়, তাহলেই একমাত্র আপনি এই আইন অনুযায়ী নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তারমানে বেশ কয়েকটা শর্ত আছে, আপনার একটা ডকুমেন্ট, সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো কিছু একটা থাকতে হবে, এদেশের নয়, এদেশের তো আপনার আছে, ওদেশের, মানে বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক ছিলেন তার পরিচয়পত্র লাগবে। সে আপনি যবেই আসুন না কেন, ৪৭-৪৮-এ এসে থাকলে বা ৬৫-৬৭ বা ৭১ – এসে থাকলে তখনকার কাগজ লাগবে। নেই? তাহলে জোগাড় করুন। কে দেবে? শুভেন্দু অধিকারীকে ধরুন। তারপর আবেদন করুন এবং আবেদন করার সময়েই মাথায় রাখুন যে মুহূর্তে আপনি এই আবেদন করলেন সেই মুহূর্ত থেকে যতদিন না আপনার আবেদনপত্র গৃহীত হচ্ছে ততদিন আপনি নাগরিক নন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যাবতীয় স্বাস্থ্যসাথী, পি এম কিসান, লক্ষ্মীর ভাণ্ডার, শিশুসাথী সব বন্ধ। কতদিন লাগবে? সে তো জানা নেই, আইন পাশ হবার পরে চার বছর তিন মাস লেগেছে আইন লাগু করতে, সেই আইনে আপনি কবে নাগরিকত্ব পাবেন, তা কি বলা যায়? আপনার বা আপনার সন্তানের সরকারি চাকরিটি কিন্তু প্রথম দিনেই কাটা যাবে, কারণ আপনি তো নাগরিকই নন। পরে ফিরে পাবেন? আইনে তেমন কিছু লেখা নেই। তবে এসব না করে একটা সহজ কাজও করতে পারেন। ঢাক বাজিয়েছেন, সিঁদুর খেলেছেন? আনন্দ করেছেন তো? এবার বাড়ি যান, সজনে ডাঁটা আর আলু দিয়ে সুন্দর করে তরকারি করে মুগ কলাই সেদ্ধ করে গরম গরম ভাত খেয়ে ঘুমিয়ে পড়ুন। কারণ আপনি নাগরিক। আপনার নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না, নরেন্দ্র মোদি বা অমিত শাহও নয়। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, যে নাগরিক এদেশেই বসবাস করেন, চাকরি করেন, আধার কার্ড, ভোটার কার্ড আছে, জমিজিরেত আছে, সেই নাগরিককে আবার নাগরিকত্ব নেওয়ার জন্য আইন আনা হল কেন? আসলে কি এই আইন এনে আমাদের রাজ্যের সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে? শুনুন মানুষজন কী বলেছেন।

প্রায় ১০ বছর হয়ে গেল এক সংখ্যাগরিষ্ঠ দল দেশের সরকার চালাচ্ছে, দু’ দুটো নির্বাচনে যে মানুষ, যে ভোটার তাদের ক্ষমতায় পাঠিয়েছে, আবার যে মানুষের সামনেই আর ক’দিন পরে যারা হাতজোড় করে দাঁড়াবে, ভোট প্রার্থনা করবে, তারা নাকি নাগরিক নয়? তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিল আনা হল, এটাই মানুষকে বলা হচ্ছে। আসল কথা হল ভোট এসেছে, এক তীব্র ঘৃণা ছড়িয়ে দিতে হবে দেশজুড়ে, তীব্রতম ঘৃণার পাঁকে ফোটানো হবে পদ্মফুল, সেই ঘৃণা আমাদের সহনাগরিকদের বিরুদ্ধে, দেশের ১৭-১৮ শতাংশ সংখ্যালঘুদের বিরুদ্ধে, হিটলারের মতোই এক হলোকাস্ট চায় তারা, এক ফাইনাল সলিউশন। হিটলারের ভিকটিম ছিল ইহুদিরা, মোদি-শাহের ভিকটিম দেশের মুসলমান জনগণ। দেশের ১৮ শতাংশ জনসংখ্যাকে একপাশে সরিয়ে রেখে দেশ এগোতে পারে না, ইতিহাস সাক্ষী, গণতন্ত্র আর গণতান্ত্রিক কাঠামো, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার সুরক্ষিত থাকে, একমাত্র সেখানেই দেশ সমাজ সামনের দিকে এগোয়, দেশের উন্নয়ন মানে দেশের প্রত্যেক মানুষের উন্নয়ন, সেটা বোঝা আর বলাটা আজ বড্ড জরুরি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে BJP নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, ‘NSG-র রোবটিক ডিভাইস যাবে না?’
05:10
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | বাম ছাত্র সংগঠনের SSC ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
16:37
Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ!
07:26
Video thumbnail
৪টেয় চারদিক | সন্দেশখালিতে শুভেন্দুর RDX তত্ত্ব, পাল্টা প্রশ্ন করে কমিশনকে চিঠি তৃণমূলের
39:03
Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দিলীপ দাসকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
04:33
Video thumbnail
Sandeshkhali TMC | সন্দেশখালিতে CBI-NSG, মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের
06:01
Video thumbnail
TMC | সাংবাদিক বৈঠক থেকে কী বলল তৃণমূল, দেখুন ভিডিও
01:31
Video thumbnail
Sandeshkhali CBI | জমি দখলের অভিযোগের তদন্তে সরবেড়িয়ার একাধিক জায়গায় সিবিআই
05:00
Video thumbnail
Mamata Banerjee | 'পুলিশকে খলিস্তানি বললেও প্রতিবাদ করেননি কেন?' : মমতা
24:05
Video thumbnail
Sandeshkhali CBI | পোর্টালে অভিযোগ পেয়ে ফের সন্দেশখালিতে সিবিআই
03:21