Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবিজেপি প্রার্থী সুভাষের ছেলের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ চিকিৎসায় গাফিলতি
Medical Negligence

বিজেপি প্রার্থী সুভাষের ছেলের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ চিকিৎসায় গাফিলতি

Follow Us :

বাঁকুড়া: বিজেপি প্রার্থী সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে এফআইআর। সোমরাজ সরকারের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ দায়ের। তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে সাফাই অভিযুক্ত নার্সিং হোম কর্তৃপক্ষের। কাঠগড়ায় বাঁকুড়ার বিজেপির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের চিকিৎসক ছেলে সোমরাজ সরকার। সোমরাজের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে বাঁকুড়া সদর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় সোমরাজের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্য দফতর শোকজ করেছিল। সেই শোকজের জবাব জানানো হয়েছে।

গত ২১ মার্চ বাঁকুড়ার শহরে সুভাষ সরকারের নার্সিংহোম হিসাবে পরিচিত একটি নার্সিংহোমে ভর্তি হন বাঁকুড়া শহরের কামারপাড়া এলাকার মৌসুমি দে নামে এক প্রসুতি। ওইদিনই সিজারের পর এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ চিকিৎসার গাফিলাতিতে সিজারের পর থেকেই মৌসুমির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে ওই প্রসূতিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। গত ২৫ মার্চ দুর্গাপুরের ওই নার্সিংহোমে মৃত্যু হয় মৌসুমির। চিকিৎসায় গাফিলাতির কারণেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি করেন মৃতার পরিবার। এই অভিযোগে ২৬ মার্চ বাঁকুড়ার ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান মৃতার পরিজন সহ তৃনমূলের স্থানীয় নেতৃত্ব। চিকিৎসায় গাফিলাতির অভিযোগ খতিয়ে দেখা শুরু করে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: কপ্টারে বসতে গিয়ে ফের চোট মুখ্যমন্ত্রীর

সম্প্রতি বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরের তরফে এ বিষয়ে একটি রিপোর্ট পাঠানো হয় রাজ্য স্বাস্থ্য দফতরে। সূত্রের খবর, এরপরই গত ২৪ এপ্রিল মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ সুভাষ সরকারের ছেলে চিকিৎসক সোমরাজ সরকারের নামে এফআইআর গ্রহণ করে। মৃতার স্বামীর দাবি, ঘটনার সঠিক তদন্ত করে চিকিৎসক সোমরাজ সরকারের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি নার্সিংহোমের লাইসেন্স বাতিল করা হোক। স্বাস্থ্য দফতরের তদন্তে একাধিক গাফিলতিও সামনে এসেছে বলেও দাবি করেছে অভিযোগকারী। যদিও চিকিৎসক সোমরাজের বক্তব্য এখনও মেলেনি। তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, অভিযোগের কথা জানা নেই। স্বাস্থ্য দফতর যে শোকজ করেছিল, তার জবাব দেওয়া হয়েছে। এফআইআরের কথা জানা নেই। তবে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।।

RELATED ARTICLES

Most Popular