Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যরবিবার জয়েন্ট, চলবে ১২টি স্পেশাল ট্রেন, থাকছে বাড়তি মেট্রোও
Joint Entrance Exam 2024

রবিবার জয়েন্ট, চলবে ১২টি স্পেশাল ট্রেন, থাকছে বাড়তি মেট্রোও

জয়েন্ট পরীক্ষার জন্য বিশেষ নজর পরিবহণ পরিষেবায়, জেনে নিন সময়সূচি

Follow Us :

কলকাতা: রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance Examination) পরীক্ষা। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১,৪২,৬৯৪ জন। আগামীকাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য হাওড়া ডিভিশনে বাড়তি ১২টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার হওয়ায় যে ট্রেনগুলি বাতিল থাকে, সেগুলির মধ্যে ১২টি লোকাল ট্রেন চালানো হবে। সেইসঙ্গে জয়েন্টের জন্য বিশেষ মেট্রোও চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, প্রস্তুতি চূড়ান্ত

এক নজরে দেখেনিন পরিবহণ পরিষেবার সময়সূচি:

  • স্পেশাল ট্রেনের সময়সূচি (আপ)

১) ৩৬০৮১ হাওড়া-মসাগ্রাম লোকাল: ভোর ০৫:৪৫ মিনিটে ছাড়বে।

২) ৩৭২১৭ হাওড়া-ব্যান্ডেল লোকাল: সকাল ০৭:০৫ মিনিটে ছাড়বে।

৩) ৩৭০৪১ হাওড়া-শেওড়াফুলি লোকাল: সকাল ০৭:৩০ মিনিটে ছাড়বে।

৪) ৩৭০১১ হাওড়া-শ্রীরামপুর লোকাল: সকাল ৭:৪৫ মিনিটে ছাড়বে।

৫) ৩৭০৬১ হাওড়া-শেওড়াফুলি লোকাল ট্রেন: বিকেল ৫ টায় ছাড়বে।

৬) ৩৭৫১১ বালি-ব্যান্ডেল লোকাল ট্রেন: বিকেল ৫:৫২ মিনিটে ছাড়বে।

  • স্পেশাল ট্রেনের সময়সূচি (ডাউন)

১) ৩৬০৮২ মসাগ্রাম-হাওড়া লোকাল: সকাল ০৮:০৬ মিনিটে ছাড়বে।

২) ৩৭২৩০ ব্যান্ডেল-হাওড়া লোকাল: সকাল ০৮:২৮ মিনিটে ছাড়বে।

৩) ৩৭০৪২ শেওড়াফুলি-হাওড়া লোকাল: সকাল ০৮:২০ মিনিটে ছাড়বে।

৪) ৩৭০১২ শ্রীরামপুর-হাওড়া লোকাল: সকাল ০৮:৪০ মিনিটে ছাড়বে।

৫) ৩৭০৬২ শেওড়াফুলি-হাওড়া লোকাল: সন্ধ্যা ০৬:১৩ মিনিটে ছাড়বে।

৬) ৩৭৫১২ ব্যান্ডেল-বালি লোকাল ট্রেন: বিকেল ০৪:২৫ মিনিটে ছাড়বে।

পাশাপাশি রাজ্য জয়েন্টের জন্য থাকছে বিশেষ মেট্রো পরিষেবাও। সাধারণত রবিবার সকাল ৯টা থেকে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (ব্লু লাইন) পরিষেবা শুরু হয়। জয়েন্টের জন্য ২৮ এপ্রিল সকাল ৮টা ৩০ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। তার ফলে ১৩০টি মেট্রোর পরিবর্তে ১৪০টি মেট্রো চলবে এই রবিবার।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular