কলকাতা: সদ্য হানিমুন সেরে ফিরেছেন শ্রীময়ী-কাঞ্চন (Sreemoyee-Kanchan)। নানান ট্রোল, গঞ্জনাকে উপেক্ষা করেই সম্পর্ককে এগিয়ে নিয়ে চলেছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj)। তাঁদের রোমান্স বারবার প্রমাণ করেছে, বয়স একটা সংখ্যা মাত্র। তা কখনও ছাপ ফেলতে পারে না সম্পর্কে, ভালোবাসায় কিংবা বৈবাহিক জীবনে।
আরও পড়ুন: শাহরুখের দেখা পেয়ে উচ্ছ্বসিত জন
মার্চে শ্রীময়ীকে বিয়ে করার পর চলতি মাসেই মলদ্বীপ থেকে হানিমুন সেরে সদ্য ফিরেছেন তারকা দম্পতি। কলকাতায় ফিরেই মলদ্বীপে হানিমুনের ছবি শেয়ার করে আবেগে ভাসলেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দেখা গেল বউকে পিছন থেকে জড়িয়ে রয়েছেন কাঞ্চন।
ফুলের ডিজাইন করা লং ড্রেস পরে আছেন শ্রীময়ী। আর প্রিন্টেড হাওয়াই শার্ট কাঞ্চনের গায়েতে। এই ছবির ক্যাপশনে লেখা, ‘I love you always & forever mumma’। অর্থাৎ, কাঞ্চনকে ‘মাম্মা’ সম্বোধন করে সারাজীবন ভালোবাসার বার্তা দিয়েছেন শ্রীময়ী। আর এভাবেই হানিমুন থেকে ফিরেও রোমান্সে মাতলেন তাঁরা।
দেখুন বিনোদনের আরও খবর