কলকাতা: বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee ) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপি। দলের ৫০ জন বিধায়কের স্বাক্ষর নিয়ে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, বিধানসভার স্পিকার সংবিধান মানছেন না, বিধানসভায় নিরপেক্ষতা বজায় রাখছেন না। রাজ্যপাল শপথবাক্য পাঠ করানোর জন্য যে নির্দেশ দিয়েছিলেন, তা মানা হয়নি। শুভেন্দু বলেন, ১৮ টা বিষয়কে চিহ্নিত করে আমরা বিধানসভার সচিবের কাছে চিঠি দিয়েছি। এর আগেও আমরা অনাস্থা এনেছিলাম। কিন্তু আলোচনা হয়নি। এবার আমাদের দাবি, অধিবেশনের যে কয়েক দিন বাকি আছে তার মধ্যে এই নিয়ে আলোচনা হোক। কারণ আমরা মনে করি স্পিকার বিধানসভার নন, উনি তৃণমূলের স্পিকার।
আরও পড়ুন: ট্রাকের সামান্য খালাসি থেকে উত্থান বালু ঘনিষ্ঠ বারিকের
এবার অধিবেশন চলাকালীন বিজেপি একাধিক মুলতুবি প্রস্তাব এনে আলোচনা চেয়েছিল। কিন্তু তাতে স্পিকার কর্ণপাত করেননি বলে দাবি বিজেপি বিধায়কদের। সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের কোনও প্রাক্তন মন্ত্রী অথবা এমএলএ মারা গেলে তার পরের দিনই শোক প্রস্তাব নিয়ে বিধানসভা মুলতুবি ঘোষণা করা হয়। এক্ষেত্রে সোমবার মুখ্যমন্ত্রী আসবেন বলে এবং মিথ্যা ভাষণ দেবেন বলে নিয়মবহির্ভূতভাবে বিধানসভা খোলা রাখা হয়েছিল। মঙ্গলবার বিধানসভা মুলতুবি করা হল। তাছাড়া আজকে আমার মেনশন ছিল। সেটায় যাতে না থাকতে পারি সেই কারণে মঙ্গলবার মুলতুবি করা হল বিধানসভা।
অন্য খবর দেখুন