Thursday, July 3, 2025
HomeScrollপঞ্চায়েত দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ
TMC Inner Clash

পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ

Follow Us :

বীরভূম: কেষ্টহীন বীরভূমে পঞ্চায়েতের রাস থাকবে কার নিয়ন্ত্রণে? তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে অশান্ত এলাকা। লাঠিসোটা নিয়ে বেধরক মারধর। পাঁচজন তৃণমূল কর্মী জখম, একজনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পুলিশ পিকেট। আটক একজন তৃণমূল কর্মী। বীরভূমের লাভপুর থানার বুনিয়াডাঙ্গাল গ্রামের ঘটনা।

বীরভূমের লাভপুর বিধানসভার দাঁড়কা অঞ্চলের তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য যাদব শেখ।

তৃণমূল সূত্রে খবর, দিন দিন যাদবের গ্রহণযোগ্যতা কমছিল অঞ্চলে। তাই যাদবকে সরিয়ে আলো শেখ কে দলগত পদে বসানোর কথা।

এই খবর যাদব শেখ জানতেই, আলো শেখের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ। ক্রিকেট ব্যাট, লাঠি, নিয়ে ব্যাপক মারধর করা হয়। ঘটনায় পাঁচ জন তৃণমূল কর্মী জখম। এদের মধ্যে আলো সেখের অবস্থা আশঙ্কাজনক। দুটি হাত-পা মেরে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় লাভপুরের দাঁরকা অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পৌঁছই লাভপুর থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা যাদব শেখকে আটক করেছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি না হয়, তার জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে।

তৃণমূলের লাভপুর ব্লকে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় কার্যত মুখে কুলুপ এঁটেছে লাভপুর ব্লক নেতৃত্ব। ব্লক সভাপতি থেকে শুরু করে লাভপুর ব্লকের অঞ্চল সভাপতি কোন নেতাই কোনো প্রতিক্রিয়া দেননি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39