কলকাতা : নিরাপত্তা সহ সংঘাত, রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধের হার অনুযায়ী পৃথিবীর প্রথম দশটি বিপদজনক দেশের মধ্যে রয়েছে ভারত। এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২৪.৭ শতাংশ ঘটনা অ্যালকোহল সংক্রান্ত। ১৭.২ শতাংশ ড্রাগ ব্যবহারের সঙ্গে যুক্ত ছিল। উদ্বেগজনকভাবে, ৫২.৪ শতাংশ ক্ষেত্রে হত্যা, যার মধ্যে ২২ শতাংশ শারীরিক নিগ্রহ, ১৪ শতাংশের আত্মহত্যা, ৮.১ শতাংশ যৌন নির্যাতন এবং ৩.৫ শতাংশ অন্যান্য অভিযোগ জড়িত।
ওই সমীক্ষায় দেখা গিয়েছে, নারীদের জন্য বিশ্বের সবথেকে বিপদজনক ১০টি দেশের নাম তুলে ধরা হয়েছে। যার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারপর ব্রাজিল ও তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। বিপদজনক দেশ হিসেবে দশটি দেশের মধ্যে ভারতের স্থান নবম।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) অনুসারে, ভারতে ২০২২ সালে ৪ লক্ষ ৪৫ হাজারের বেশি অপরাধের অভিযোগ রয়েছে। যার মধ্যে ৩১ হাজারের বেশি যৌন নির্যাতনের ঘটনা৷ এই উদ্বেগজনক পরিসংখ্যানগুলি মহিলাদের সুরক্ষার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজন। ২০১৮ সালে ভারতে প্রতিদিন ৯৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে।