হাওড়া: হাওড়ার ঘুসুড়িতে ভেঙে পড়ল তুলোর গোডাউন ভেঙে পড়ে বিপত্তি। সেই সময় ভিতরে ঘুমোচ্ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। ঘুমের মধ্যেই ওই গোডাউন ভেঙে পড়ে তাঁদের উপরে। এখনওপর্যন্ত পাওয়া খবরে, চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজন শ্রমিকের। বাকি আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল বাহিনী। তাঁরা উদ্ধারকাজ এখনও চালাচ্ছে। ঘটনাস্থলে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল পৌঁছে উদ্ধারকাাজ চালাচ্ছে।
স্থানীয়দের মতে, ওই গোডাউনে ৯ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন। পাঁচজন বেরিয়ে আসতে পারলেও, বাকিরা ভিতরেই থেকে যান। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, বহুদিন রক্ষণাবেক্ষণের অভাবেই ওই গোডাউনের সিলিংটি ভেঙে পড়ে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে।
আরও পড়ুন: গোটা আলোচনাটাই হতাশাজনক, কর্মবিরতি চলবে, বললেন ডাক্তারেরা