Friday, January 23, 2026
HomeScrollসুন্দর হাসি, নজড়কাড়া স্টাইলে ধরা দিলেন রশ্মিকা

সুন্দর হাসি, নজড়কাড়া স্টাইলে ধরা দিলেন রশ্মিকা

কলকাতা: ‘পুষ্পা’র পর যেন আবার নতুন করে ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছেন রশ্মিকা মান্দানা। সুন্দর হাসি, নজড়কাড়া স্টাইল, আর অভিনয়ে দর্শকদের হৃদয়ে অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। এবার অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে ভারতীয় পোশাকে সান কিস ছবি পোস্ট করেছেন। রাশ্মিকার সাজ থেকে মুখের হাসি অনুরাগীদের মুগ্ধ করেছে।

আরও পড়ুন:‘মারদানি ৩’ শুটিং কবে! কপালে তিলক কেটে মাঝরাতে অনিল কাপুরের বাড়ি রানি

দক্ষিণী সুন্দরী রশ্মিকা বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চায় রয়েছে। পুষ্পা-পুষ্পা২ এর সাফল্যের পর ছাবাতে ছত্রপতি সম্ভাজি মহারাজের স্ত্রীর চরিত্রে অভিনয়ে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন। এবার অভিনেত্রী হাসি খুশি মুডের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে রোদ অভিনেত্রীর গালে ছুঁয়ে রয়েছে। ইন্ডিয়ান ড্রেসে অভিনেত্রীকে মোহময়ী লাগছে। উজ্জ্বল পিঙ্ক রঙের আউটফিট সঙ্গে মানানসই গয়না, খোপাতে লাগানো ফুল। মুখের জেল্লা রোদকেও হার মানাবে। ছিমছাম সাজেও কী ভাবে নিজের সৌন্দর্যকে মেলে ধরা যায়, তা বার বারই প্রমাণ করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে লিখলেন, জীবন এরকম হোক হ্যাপি জয়ফুল…

অন্য খবর দেখুন

Read More

Latest News