Saturday, August 23, 2025
HomeScrollভারতের প্রত্যাঘাত, পাক সেনাকর্তারা পালাচ্ছেন বিদেশে!

ভারতের প্রত্যাঘাত, পাক সেনাকর্তারা পালাচ্ছেন বিদেশে!

ওয়েব ডেস্ক: পহেলগাম হামলার জবাব দিতে ভারতের অপারেশন সিঁদুর (Operation Sindoor)। সিঁদুরের পরে ভারত পাকিস্তান যুদ্ধ আবহ। বৃহস্পতিবার ভারতের একাধিক জায়গা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। জম্মু-কাশ্মীর থেকে শুরু করে পঞ্জাব, রাজস্থানে হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। যদিও তা প্রতিহত করেছে ভারত। পাকিস্তানের সাত বড় শহরে হামলা চালিয়েছে ভারত। তালিকায় ইসলামাবাদ, করাচির।পাকিস্তানকে আর ছাড় নয়, ভারতের প্রত্যাঘাতে ভয়ে কাঁপছে পাকিস্তান (Pakistan)। এরই মধ্যে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন পাক প্রধানমন্ত্রী (Pakistan PM Shehbaz Sharif)। সূত্রে দাবি, সেনাকর্তারা পালাচ্ছেন বিদেশে।

সীমান্তেও লাগাতার গোলাবর্ষণ করছে পাকিস্তান। জম্মু-কাশ্মীর থেকে শুরু করে পঞ্জাব, রাজস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারত। ধ্বংস করা হয়েছে পাকিস্তানি ড্রোন। জয়সালমীরে গুলি করে নামানো হয় পাকিস্তানের F-16 বিমানকে। ভারতের হাতে ধরা পড়েছে পাক পাইলট। লাহোর, ইসলামাবাদ, সিয়ালকোটে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ভারত। বাহাওয়ালপুরের সেনা ক্য়াম্পেও হামলা চালানো হয়েছে। সূত্রের খবর, ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান। সেনাকর্তারা পালাচ্ছেন বিদেশে। দেশকে বিপদে ফেলে উচ্চপদস্থ সেনাকর্তারা বিদেশে পালিয়ে যাচ্ছেন। বাংকারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী!

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News