ওয়েব ডেস্ক : ২০২৬ সালে পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করতে চায় নির্বাচন কমিশন (Election Commission)। জানা যাচ্ছে, পুজোর আগেই এই প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন। সেই সম্ভাবনা ধরেই এগিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি (BJP)। সেই মতো দলের কর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
সূত্রের খবর, বিজেপির তরফে এখনও পর্যন্ত ৪৫ হাজার বিএলআই তৈরি করা হয়েছে। তাঁদেরকে কী করতে হবে তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি দলের অ্যাপে প্রতিদিন কী কাজ হল তা নিয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিএলআইদের। এই তথ্য জেলা রাজ্য ও কেন্দ্রীয় নেতারা দেখবেন বলে জানানো হয়েছে। সেই অনুযায়ী দলের তরফে দেওয়া হবে প্রয়োজনীয় নির্দেশ।
আরও খবর : অত্যাচারিত হতে হবে ভিন রাজ্যে গেলে, আশঙ্কায় বাংলার ঢাকিরা!
বিজেপির তরফে আরও বুথ লেবেল এজেন্ট বা বিএলএ (BLA) তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। এর পাশাপাশি বিএলও-দের সংখ্যাও বাড়াতে চাইছে গেরুয়া শিবির। জানা যাচ্ছে, বিজেপির টার্গেট ৭০ হাজারের মতো বিএলও বা বুথ লেবেল অফিসার (BLO) তারা তৈরি করতে পারবে। আর এরাই হবে ২৬-এর নির্বাচনের আগে বিজেপির প্রত্য়েকটি বুথের সেরা সৈনিক।
প্রসঙ্গত, বিহারের নির্বাচনের আগে সেখানে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করেছিল কমিশন। তার জেরে তালিকা থেকে বাদ গিয়েছে ৬৫ লক্ষ ভোটারের নাম। কমিশনের তরফে জানানো হয়েছিল, বিহার ছাড়া অন্যান্য রাজ্যেও এই প্রক্রিয়া চালানো হবে। ২০২৬ সালে বাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন। তা পুজোর আগে শুরু হওয়ার কথা ভেবে দলের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিল বিজেপি।
দেখুন অন্য খবর :