Thursday, October 9, 2025
HomeScroll২টি আসনে লড়বেন তেজস্বী যাদব, ভ/য়ে কাঁপছে NDA?
Tejaswi Yadav

২টি আসনে লড়বেন তেজস্বী যাদব, ভ/য়ে কাঁপছে NDA?

নীতীশ কুমারের শক্ত ঘাঁটিতে চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন তেজস্বী

ওয়েব ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) নির্ঘন্ট প্রকাশ করছে নির্বাচন কমিশন। দু’দফায় নির্বাচন হতে চলেছে বিহারে। এর মধ্যেই শোনা গিয়েছে, নির্বাচনে দুটি আসনে প্রার্থী হচ্ছেন RJD নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। রাঘোপুর এবং ফুলপাড়া, এই দুই কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তেজস্বী। রাঘোপুর কার্যত লালুপ্রসাদ যাদবের পারিবারিক কেন্দ্র। বলা যেতে পারে পাঘোপুর যাদব পরিবারের গড়, তাহের তালুর মধ্যে রয়েছে। রাঘোপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী। পরে এই কেন্দ্রেরই বিধায়ক হন তেজস্বী যাদব। ফুলপারশ কেন্দ্রের বর্তমান বিধায়ক JDU-র শীলা কুমারী। নীতীশ কুমারের JDU-র শক্ত ঘাঁটি ফুলপারশ। সেখানেই এবার চ্যালেঞ্জ ছুঁড়তে চলেছেন তেজস্বী।

এবার দুই আসনে লড়বেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর পরিবারের গড় বলে পরিচিত রাঘোপুরের পাশাপাশি মধুবনির ফুলপরশ থেকেও লড়তে পারেন তেজস্বী। ২০১০ সাল থেকে ফুলপরশ আসনে জিতছে জেডিইউ। সেই কারনেই, ফুলপরশ থেকে তেজস্বীর লড়াই আসলে জেডিইউ-কে সরাসরি বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই আসনে তেজস্বীর জয় আসন্ন নির্বাচনে আরজেডি-কে অনেকটা এগিয়ে দেবে বলে বিশেষজ্ঞদের ধারণা। আরজেডি সূত্রে জানা গেছে, তেজস্বী নিজের প্রচার ও সংগঠনের কাজ দুই দিকেই জোর দিচ্ছেন। আর তাঁর এই দুই আসনে লড়াইয়ের কৌশল দলের কর্মীদের নতুন উদ্দীপনা দিচ্ছে।

আরও পড়ুন: মহিলা ভোটার টানতে বিহারের পর অসমে কী করল বিজেপি সরকার?

রাজনৈতিক মহলের মতে, এই ফুলপরশ কেন্দ্রের মহিলাদের জন্য একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আরজেডির তরফে। শুধু তাই নয়, মহিলাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করার কথা ঘোষণা করা হয়েছে। মহিলা সংগঠনকে চাঙ্গা করতেও একাধিক কর্মসূচি নিয়েছে আরজেডি। পাশাপাশি সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে চাইছে আরজেডি এই দুইয়ের উপর ভর করেই এই যাত্রায় বৈতরনী পার করতে চাইছে। একদিকে শাসক মহাজোটের অন্দরে অস্বস্তি বাড়াবে, অন্যদিকে আরজেডি শিবিরে উৎসাহ জোগাবে। এই আসনে জয় নীতীশ কুমারের গড়ে নিজেদের বিজয় পতাকা উড়াতে পারবে। পাশপাশি আরজেডির ভোট ব্যাঙ্ক বাড়বে।

দেখুন ভিডিও

Read More

Latest News