কলকাতা: টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) যেন জানেন কীভাবে ভক্তদের মন জয় করতে হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি পোস্টেই ঝরে পড়ে অনন্যা গ্ল্যামার আর আত্মবিশ্বাস। বয়স বাড়ছে, কিন্তু তার সঙ্গে বাড়ছে তাঁর স্টাইল সেন্স ও আকর্ষণও।
সম্প্রতি এক নতুন লুকে ছবি পোস্ট করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্বস্তিকা। এবার শাড়ি বা ব্রালেট নয়! ‘ফ্রেঞ্চ ফ্রেম’-এর আভিজাত্যে মুগ্ধ করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির জানলা দিয়ে মুখ বের করে নিজস্বী তুলছেন অভিনেত্রী। চোখে নতুন ডিজাইনের চশমা, যেটি একেবারে ‘ফ্রেঞ্চ টাচ’-এর মতো স্টাইলিশ।
আরও পড়ুন: ‘কবুল হ্যায়’ লিখে বিয়ের ঘোষণা জায়রার, স্বামী কে?
ছবির ক্যাপশনে লিখেছেন, “The French frame and Kumar Sanu.” এই সংক্ষিপ্ত মন্তব্যেই ভক্তদের কৌতূহল তুঙ্গে। মন্তব্যের বন্যায় ভরে গেছে তাঁর পোস্ট. কারও প্রশংসা, কারও ভালোবাসা, আবার কেউ লিখেছেন, “আপনার লুক একদম অনন্যা।” স্বস্তিকার এই বোল্ড অথচ পরিশীলিত লুক প্রমাণ করে, টলিউডের গ্ল্যামার দুনিয়ায় তিনি এখনো ‘ট্রেন্ডসেটার’।
View this post on Instagram
দেখুন আরও খবর: