Monday, December 8, 2025
HomeScrollহিমালয়ের আকাশে তিন সূর্য!
Sundog

হিমালয়ের আকাশে তিন সূর্য!

এই বিরল ঘটনা বিজ্ঞানের ভাষায় 'সান ডগ'

ওয়েব ডেস্ক: হিমালয়ের (Himalaya) আকাশে সম্প্রতি দেখা গেছে আশ্চর্যজনক মহাজাগতিক ঘটনা। এক আকাশে তিনটি সূর্য একসঙ্গে উদিত হয়ে বিস্ময় তৈরি করেছে সারা বিশ্বে। এই বিরল ঘটনা বিজ্ঞানের ভাষায় ‘সান ডগ’ (Sun Dog) নামে পরিচিত। যখন বায়ুমণ্ডলের বরফ কণাগুলি সূর্যের আলো ভেঙে দেয়, তখন এমন ঘটনাটি ঘটে। এই চমকপ্রদ দৃশ্যের পিছনে মূল কারণ হল বায়ুমণ্ডলের নির্দিষ্ট শর্তাবলী।

আরও পড়ুন: অস্তিত্ব বিপন্ন মানবজাতির?

এই মহাজাগতিক সৌন্দর্য বিজ্ঞানীদেরও মুগ্ধ করেছে। এটি এক ধরনের আপটিক্যাল ইলিউশন হিসেবে গণ্য করা হয় যা আকাশে একাধিক সূর্যের উপস্থিতি দেখায়। এমন ঘটনা সচরাচর ঘটে না, তবে যখন ঘটে তা এক অনন্য অভিজ্ঞতার সৃষ্টি করে। হিমালয় অঞ্চলের মানুষরা এই বিরল ঘটনায় মুগ্ধ হয়েছেন এবং এটি তাদের কাছে এক বিস্ময়কর স্মৃতি হয়ে থাকবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News