তমলুক: তারাপীঠের পাশাপাশি কৌশিকী অমাবস্যায় তারা মায়ের আবির্ভাব তিথি উদযাপন করল তমলুক তারা তঠস্থ সেবা শক্তি। করোনা পরিস্থিতির মধ্যে ৭ম বর্ষ তারা মায়ের আরাধনায় মেতে উঠেছে তমলুকবাসি। শোভাযাত্রার মাধ্যমে তমলুক শহর পরিক্রমা করে শুরু হয় উদযাপন। তারপর বর্গভীমা মন্দিরে পূজো দিয়ে রূপনারায়ন নদী থেকে ঘটত্তোলন করে তারা মায়ের পূজো শুরু হয়।
আরও পড়ুন: প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বন দফতর
করোনা পরিস্থিতির মধ্যে ভিড় জমিয়ে স্থানীয় বাসিন্দারা পুজো আসেনি। তাই কেবল লাইনের মাধ্যমে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করে মন্দির কর্তৃপক্ষ। বিগত বছরগুলিতে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে চারদিন ধরে নানা অনুষ্ঠান হত। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। করোনার কারণে শুধুমাত্র পুজোর আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির
ষোড়শ প্রচারে ভোগ সহ দশমাবিদ্যা হোম যজ্ঞানুষ্ঠান হবে। প্রায় ১৩০ কেজি কাঠ, ১৭কেজি ঘি সহকারে হোম হবে। সারারাত ধরে তন্ত্র মতে হল তারা মায়ের আরাধনা।