skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনপৃথ্বীরাজের সভাকবি সোনু

পৃথ্বীরাজের সভাকবি সোনু

Follow Us :

মহামারির শুরু থেকেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করা, কোভিড আক্রান্ত মানুষদের পাশে থাকা নিয়েই ব্যস্ত ছিলেন সোনু সুদ। বড়পর্দায় সোনু ঠিক কী করছেন তা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না কেউই। রিয়েল হিরোই এবার রিলে ফিরছেন!
যশরাজ ফিল্মস্-এর ছবি ‘পৃথ্বীরাজ’- এ মুখ্য ভূমিকায় অক্ষয় কুমারকে দেখা যাবে সে খবর আগেই ছিল। ছবিতে আক্কির বিপরীতে দেখা যাবে মানুষি ছিল্লরকে। এবার শোনা যাচ্ছে ‘পৃথ্বীরাজ’-এ একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোনু সুদকে।

আরও পড়ুন : OMG! অক্ষয় এবার মহাদেব

অক্ষয়ের চরিত্রের থেকে কোনও অংশে কম গুরুত্বপূর্ণ নয় সোনুর চরিত্রটি। ছবিতে সোনু কবি চাঁদ বরদাইয়ের চরিত্রে অভিনয় করবেন। যিনি পৃথ্বীরাজের জীবনের ওপর ভিত্তি করে মহাকাব্য ‘পৃথ্বীরাজ রাসো’ লিখেছিলেন। কবি চাঁদ বরদাই পৃথ্বীরাজের খুব কাছের মানুষ ছিলেন এবং পৃথ্বীরাজের জীবন ঘিরে যে সব কিংবদন্তী শোনা যায় তাঁর নেপথ্যেও চাঁদ বরদাই-এর ভূমিকা রয়েছে।

আরও পড়ুন : ওটিটি-তে যশরাজ-এর ছবি
শোনা যাচ্ছে গত এক বছরে সোনুর জনপ্রিয়তা যে ভাবে বেড়েছে তার ওপর নজর রেখেই ‘পৃথ্বীরাজ’-এ সোনুর চরিত্রটিকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছবির প্রযোজক পরিচালকরা।

 

RELATED ARTICLES

Most Popular