skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনসেদিন চোখের জল সামলে নিয়েছিলেন লাস্যময়ী অভিনেত্রী

সেদিন চোখের জল সামলে নিয়েছিলেন লাস্যময়ী অভিনেত্রী

Follow Us :

“জাঁকজমকপূর্ণ জন্মদিন পালন আমি খুব একটা উপভোগ করি না। তারচেয়ে ওই বিশেষ দিন টা পরিবারের মানুষদের সঙ্গে সেলিব্রেট করাটা আমার কাছে অনেক বেশি মূল্যবান।” যে বলিউড অভিনেত্রীর লাস্যময়ী আবেদন এবং চাবুক চেহারার সৌন্দর্য দর্শকদের রূপোলি পর্দা থেকে চোখ সরাতে দিত না, সেই নায়িকা আজ ৪৭বছরে পা রাখলেন।

আরও পড়ুন: জুটি বাঁধলেন রবীনা-মাধুরী

কেরিয়ারের মধ্যগগণে তিনি যখন ছিলেন বিভিন্ন কারণে বহুবার খবরের শিরোনামে এসেছেন। দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানাতে কখনো কুণ্ঠাবোধ করেন নি যে কেন তিনি বলিউডে মধ্য গগনে থাকা সত্ত্বেও অভিনয় ছেড়ে দিয়েছিলেন। আবার হালফিলে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তারি নিয়ম তিনি মুখ খুলতেও সংকোচ বোধ করেন নি। খান পরিবার কে সমর্থন জানিয়ে টুইট করেছিলেন,”লজ্জাজনক রাজনীতির খেলা হচ্ছে” বলে। তিনি আর কেউ নন নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো সুন্দরী নায়িকা রবীনা ট্যান্ডন। একসময়কার বলিপাড়ার এই ‘বম্বশেল’ অভিনেত্রী তাঁর অভিনয় দক্ষতায় সে সময়ের অনেক নায়িকাকেই পিছনে ফেলে দিয়েছিলেন। তার দৃপ্ত ব্যক্তিত্ব এবং মানসিকতা বলি দর্শকদের অকুণ্ঠ তারিফ কুড়িয়েছিল। ১৯১১ সালে ছোটপর্দার বিখ্যাত সেলিব্রিটি চ্যাট শো ‘রঁদেভু উইথ সিমি গেরওয়াল’ এ তাঁর আকর্ষণীয় কথোপকথন এখনো মানুষ ভোলেনি।

অভিনেত্রী সিমির সঙ্গে গল্প-আড্ডার ফাঁকে তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানান কথা শেয়ার করেছিলেন। তারমধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার মতন একান্ত ব্যক্তিগত বিষয় যেমন ছিল তেমনই কেন তিনি বলিউড থেকে বিরতি নিয়েছিলেন সে প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। সেই সমস্ত কথা বলার সময় নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো সুন্দরী অভিনেত্রী কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তো বটেই। বিশেষ করে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে বেশ কিছুক্ষণ তিনি চুপ করে গিয়েছিলেন।

সঞ্চালক সিমি অবশ্য তাঁকে বলেছিলেন যদি তিনি মনে করেন তবে অনস্ক্রিন তিনি কাঁদতেও পারেন। আবেগ এভাবে চেপে রাখার দরকার নেই। অবশ্য রবিনা সে কথায় সায় দেননি। অভিনেত্রী রাবিনা করে বলেছিলেন যে সিমি চাইছিলেন দর্শকদের কাছে আমার নরম মনের পরিচয় করাতে। ‘আমি কেন প্রকাশ্যে ভেঙে পড়বো! কষ্ট হলেও জনসমক্ষে আমি তা প্রকাশ করিনা। ঘটনাটা শেয়ার করতে পারি। কিন্তু আবেগ চেপে রাখাটাই শ্রেয়।’ জন্মদিনে নতুন করে পুরনো সেই দিনের কথা স্মরণ করলেন একসময়ের বলিউড হার্টথ্রব অভিনেত্রী।

স্বামী অনিল থারানির সঙ্গে

 

RELATED ARTICLES

Most Popular