কলকাতা: মঙ্গলবারের চেয়ে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ (West Bengal Covid Update)৷ বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত (West Bengal Corona Cases) হয়েছেন ২২ হাজার ১৫৫ জন৷ যা গতকালের চেয়ে হাজার সাতান্ন বেশি৷ তবে মৃতের সংখ্যা দেখে উদ্বেগ তৈরি হয়েছে স্বাস্থ্যবিশেষজ্ঞদের মধ্যে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারা গিয়েছেন ২৩ জন৷ করোনার তৃতীয় ঢেউ (Covid 19 3rd Wave) শুরুর পর এই প্রথম একদিনে এতজনের মৃত্যু হল বাংলায়৷ আক্রান্তের নিরিখে কলকাতা শীর্ষ স্থানে থাকলেও মৃত্যু বেশি উত্তর ২৪ পরগনাতে৷
পরিসংখ্যান বলছে, শেষ একদিনে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০ জন৷ মৃত্যু হয়েছে ৭ জনের৷ সংক্রমণের নিরিখে দ্বিতীয় আছে উত্তর ২৪ পরগনা৷ সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৬ জন৷ তবে মারা গিয়েছেন ৮ জন৷ হাওড়ার একদিনে আক্রান্ত ১ হাজার ৩৬১ জন৷ মৃত্যু হয়েছে ২ জনের৷
আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে সংক্রমণের হার৷ পজিটিভিটি রেট বা সংক্রমণ বৃদ্ধির হারে তালিকায় একেবারে সামনে রয়েছে পশ্চিমবঙ্গ। এরপর রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। এই চার রাজ্যে সংক্রমণের ভয়াবহতা নিয়েই উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির হার ২৩.১ শতাংশ। মহারাষ্ট্রে ২২.৩৯ শতাংশ এবং উত্তরপ্রদেশে বৃদ্ধির হার ৪.৪৭ শতাংশ। তথ্য পরিসংখ্যান পেশ করে একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
আরও পড়ুন:Bengal Covid Rate: কোভিড পজিটিভিটি রেটে শীর্ষে বাংলা, মহারাষ্ট্র-সহ ৮ রাজ্যকে নিয়ে চিন্তায় কেন্দ্র