মুম্বই: আজ নীল সাগরের দোলনে ভাসবে স্টেডিয়াম (Narendra Modi Stadium) থেকে দেশের রাজপথ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে আজ আর নেই দলাদলি, কুকথার বন্যা। সকলেই আজ এক মন্ত্রে, এক সূত্র মনপ্রাণ গেঁথে রেখেছেন ভারতের বিজয়মালা পরার আশায়। রোহিত (Rohit Sharma), কোহলির (Virat Kohli) ছক্কা হোক, কিংবা শামির (Shammi) সুইংয়ে অস্ট্রেলিয়ার উইকেট পতন— লক্ষ কণ্ঠের উল্লাসের ডেসিবেল কোথায় ছাপিয়ে যাবে তা কেউ জানে না।
কিন্তু, এই পরিস্থিতিতেও এক কিংবদন্তি ভীষণ মনমরা। হয়তো বিশ্বকাপের ফাইনাল ইচ্ছা থাকলেও দেখতে পারবেন না তিনি। তাঁর নাম অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। হাজার হাজার ভক্ত তাঁকে সোশাল মিডিয়ায় বার্তা পাঠাচ্ছেন, স্যার প্লিজ আপনি আজ খেলা দেখবেন না। কেন এমনটা হচ্ছে!
আরও পড়ুন: ফাইনালে আজ কোন কোন তারকা থাকবেন?
এর কারণ বিগ বি নিজেই। সেমিফাইনালে যখন বলিউডের তারকা রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, রজনীকান্ত এবং মাধুরী দীক্ষিত নীল জার্সির জন্য গলা ফাটালেন, তখন এখন শাহেনশার অনুপস্থিতি ছিল নজরকাড়া। আর তিনি দেওয়ালে লিখেও ফেললেন সেকথা। যার অর্থ, আমি খেলা না দেখলে ভারত জিতে যায়। আর সেটাই কাল হয়েছে বলিউডের সর্বকালের সেরা অভিনেতার।
এখন ভক্তরা তাঁকেই অনুরোধ করছেন, দয়া করুন, ফাইনাল খেলা দেখবেন না। টিভিতেও নয়। এক্স বার্তায় অমিতাভ লিখেছিলেন, যখন আমি খেলা দেখি না, আমরা জিতি। হালকা ছলের এই বার্তায় এখন অমিতাভকে ভক্তদের অনুরোধ, কাকুতি-মিনতির পাল্লায় পড়তে হচ্ছে। তারপরেই তিনি ফের লিখেছেন, অব সোচ রহা হুঁ, জাঁয়ু কি না জাঁয়ু!
অন্য খবর দেখুন