রিয়া মাজী, কলকাতা: সোমবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ফের ৪ ডাক্তারি পড়ুয়াকে তলব করল লালবাজার। তলব করা হয়েছে যাঁরা ঘটনার দিন রাতে অন ডিউটিতে ছিলেন এবং রাতে মৃত তরুণীর সঙ্গে খাবার খেয়েছিলেন। এছাড়া ঘটনার দিন অন ডিউটিতে থাকা নার্স, গ্রুপ ডি স্টাফদেরও তলব করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও এর আগেই এই ঘটনায় আজ অর্থাৎ মঙ্গলবার আরজি করের অ্যাসিসটেন্ট সুপার এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে তলব করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার শুধু সাক্ষী হিসেবে নয়, লালবাজারে ৭ জনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রথমে ৭ জনের মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হলেও, বাকি ৪ জনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছাড়া হয়েছিল। কিন্তু তারপরেও মঙ্গলবার তাঁদের ফের তলব করা হয়।
আরও পড়ুন: ৭ জনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আরজি কর কাণ্ডে রহস্য বাড়ছে
অন্যদিকে, আরজি কর-কান্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারকে হেফাজতে নিয়ে টানা জেরা করেছে পুলিশ। একই সঙ্গে চলছে মৃতার সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত রিপোর্টের বিশ্লেষণ। যা থেকে প্রাথমিক ভাবে পুলিশ দাবি করছে, মৃতার শরীরের কোনও হাড় ভাঙা (ফ্র্যাকচার) নেই। যদিও শরীরের উপরিভাগে ক্ষত রয়েছে। প্রসঙ্গত, ঘটনার পরে প্রথম থেকেই কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল, মৃতার ‘পেলভিক বোন ’বং ‘কলার বোন’ ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। যা থেকে বিভিন্ন তত্ত্ব তৈরি হচ্ছিল। কিন্তু পুলিশের এই প্রাথমিক দাবি পুরো বিষয়টির মোড় খানিকটা হলেও ঘুরিয়ে দিতে পারে বলে অনেকে মনে করছেন।
এছাড়া মৃত তরুণীর প্রাইভেট পার্ট থেকে যে ১৫০ গ্রাম ফ্লুয়িড পাওয়া গিয়েছে সেটাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকমহলের ধারনা, এতটা ফ্লুয়িড এক জনের হতে পারে না। যা নিয়ে রহস্য আরও ঘণীভূত হচ্ছে।
দেখুন এই সংক্রান্ত আরও খবর: