Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsঅতিথিদের হাতে রাম-প্রসাদের বাক্স, কী ছিল তাতে?

অতিথিদের হাতে রাম-প্রসাদের বাক্স, কী ছিল তাতে?

Follow Us :

অযোধ্যা: রামমন্দিরের উদ্বোধনে সোমবার অযোধ্যায় হাজির ছিলেন দেশের শীর্ষ শিল্পপতি, রাজনীতিক, বলি-তারকা থেকে তাবড় খেলোয়াড়রা। উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখে আপ্লুত বিশিষ্ট অতিথিরা। তবে ভারতীয় সংস্কৃতির রীতি অনুযায়ী এদিন তাঁদের হাতে তুলে দেওয়া হয় রামচন্দ্রের প্রসাদের বাক্স।

কী ছিল প্রসাদের বাক্সে?

আরও পড়ুন: রাম আগুন নয়, রাম শক্তি, মন্দির উদ্বোধন করে মন্তব্য মোদির

দুটি ঘি-মেওয়া লাড্ডু

গুড় রেওড়ি বা চলতি বাংলায় গুড়-তিলের চাকতি

রামদানা চিক্কি

অক্ষত এবং রোলি

তুলসী পাতা

একটি রাম দিয়া বা প্রদীপ

মিষ্টি এলাচ

লখনউয়ের ছাপান্ন ভোগ দোকানকে ১৫ হাজার বাক্স তৈরির বরাত দেওয়া হয়েছিল। রামমন্দিরের প্রসাদের কথা শুনে তারা ট্রাস্টের কাছ থেকে কোনও মূল্য নেয়নি। পুরোটাই বিনা পয়সায় সরবরাহ করেছে।

গেরুয়া রঙের বাক্সের উপর রামমন্দিরের ছবি ও শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং হনুমানগড়ির ছবি দেওয়া আছে। একটি সুদৃশ ব্যাগে করে প্রসাদের বাক্স দেওয়া হয়েছে।

অন্য় খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular