মুম্বই: ২২ জানুয়ারি গোটা বলিউড যখন আনন্দে মাতোয়ারা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তখনই হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় বলি অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। আজ সকাল ৮টা নাগাদ তাঁকে ভর্তি করানো হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। জানা যাচ্ছে, হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা।
হাসপাতালে অভিনেতার সঙ্গে রয়েছেন স্ত্রী কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। জানা গিয়েছে হাঁটুতে অস্ত্রোপচারের জন্যই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বেডরুমের সিক্রেট ফাঁস করলেন দর্শনা, দেখুন
কিছুদিন আগেই স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে বিদেশ থেকে ফিরেছেন অভিনেতা। বেশ সুস্থই ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে কী হল? সেই প্রশ্ন করছেন অনুরাগীরা। প্রসঙ্গত, সইফের হাঁটুতে এর আগে একাধিকবার চোট লেগেছিল। প্রথমবার হাঁটুতে চোট পেয়েছিলেন ‘ক্যায় কহনা’ ছবির একটি অ্যাকশন দৃশ্যে শুট করার সময়। তারপর ২০১৬ সালে ‘রেঙ্গুন’ ছবির শুটিং করতে গিয়ে হাঁটুতে চোট লাগে তাঁর। সেই সময়ও অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। এবার ফের কী হল ‘ছোটে নবাব’-এর সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে।
আরও খবর দেখুন