ধূপগুড়ি : ফের পরকীয়ার অভিযোগ। যার জেরে প্রহারের শিকার হলেন এক মহিলা ও যুবক। তাঁদের এক সঙ্গে বেঁধে রেখে বিচার করলেন গ্রামবাসীরা।
বিবাহিত যুবককে বেঁধে রাখল এলাকাবাসীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির পূর্ব মাগুরমারীর গিলান্ডী পাড় সংলগ্ন এলাকায়। অভিযোগ, গিলান্ডী পাড় সংলগ্ন এলাকায় এক বিবাহিত মহিলার বাড়িতে আসতেন ওই যুবক। কিন্তু সে বিবাহিত ছিল বলে দাবি গ্রামবাসীদের। দীর্ঘদিন থেকেই তাঁদের ওপর নজর রাখছিলেন গ্রামবাসীরা। এরপর মঙ্গলবার রাতে ওই মহিলার ঘর থেকে তাঁদেরকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। সেই যুবককে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন তাঁরা। যুবকটির বাড়ি ধূপগুড়ির নিরঞ্জন পাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে। পরে ওই মহিলাকেও অভিযুক্ত যুবকের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় গ্রামবাসীরা। তারপর তাঁদের মারধর করা হয়। এলাকাবাসীদের আরও অভিযোগ, এইসব ঘটনায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। তাঁরা প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ দায়ের হয়নি।