skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeজেলার খবরআধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ডুয়ার্সে ফের ট্রেনের ধাক্কায় মারা পড়ল হাতি

আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ডুয়ার্সে ফের ট্রেনের ধাক্কায় মারা পড়ল হাতি

Follow Us :

জলপাইগুড়ি: ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল অন্তঃসত্ত্বা হাতির। ঘটনাটি ঘটেছে, ডুয়ার্সের চাপরা মারি জঙ্গলের মাঝ বরাবর চলে যাওয়া রেললাইনে। জানা গিয়েছে, বুধবার  রাত ২টো ৩০ নাগাদ চাপড়ামারী জঙ্গলের নাগরাকাটা থেকে চালসার দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। সে সময় জঙ্গলের মাঝ দিয়ে লাইন পারাপার করছিল একটি অন্তঃসত্তা হাতি। মাল গাড়ির ধাক্কায় রেললাইনে পড়ে যায় সেই অন্তঃসত্ত্বা হাতিটি। বনদফতর সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিটির। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছায় বনদফতর। বনদফতর আরও জানিয়েছে, মা হাতি ও তার নবজাত শাবকের ময়নাতদন্তের পর দাহ করা হয়।  

ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে গেছে একাধিক রাস্তা ও রেললাইন। মাঝেমধ্যেই সেই রাস্তা ও রেললাইন পারাপার করতে দেখা যায় হাতি সহ অন্যান্য বন্য প্রাণীকে। এমনকি এর আগেও একাধিকবার ট্রেন চালকের তৎপরতায় হাতির প্রাণ রক্ষা পেয়েছে। সেই সঙ্গে একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঘটনাও সামনে এসেছে। অন্যদিকে রাস্তা পারাপার করত গিয়ে একাধিকবার বন্যপ্রাণীর সঙ্গে যানবাহনের সংঘর্ষ ঘটেছে। কখনও জখম হয়েছে বন্যপ্রাণী আবার কখনো আহত হয়েছে মানুষও। 

আরও পড়ুন: খড়গ্রাম কাণ্ডে আটক সিভিক ভলান্টিয়ার, গ্রেফতার আরও ১ 

তবে গত দু’বছরে ডুয়ার্সের জঙ্গলের মাঝ বরাবর যাওয়া রেললাইনে হাতি দুর্ঘটনার ঘটনা ঘতেনি। কিন্তু বুধবার গভীর রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল অন্তঃসত্ত্বা  হাতির।    

প্রসঙ্গত, কিছুদিন আগে রেললাইনে হাতির সঙ্গে ট্রেনের সংঘর্ষ এড়াতে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় সেন্সর সিস্টেম লাগানো হয়েছে। যাতে ট্রেনের সামনে হাতি আসলেই তার সিগনাল পৌঁছায় পার্শ্ববর্তী স্টেশন। মূলত এই জন্যই ব্যবস্থা করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular