ওয়েব ডেস্ক: জনপ্রিয় কমেডিয়ানদের কথা উঠলেই আমাদের মাথায় ঝট করে ভেসে ওঠে জনি লিভার, বীর দাস, কপিল শর্মা(Kapil Sharma), ভারতী সিং এবং জাকির খানের নাম। বছরের পর বছর ধরে কমেডি শিল্প শীর্ষস্থানীয় বিনোদন মাধ্যমগুলোর মধ্যে অন্যতম স্থান দখল করে রেখেছে। ‘দ্য কপিল শর্মা শো'(The Kapil Sharma Show)র মতো জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডি শো-এর মাধ্যমে বহু কৌতুকশিল্পী নাম,যশ এবং বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তবে প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কে?
তেলেগু সিনেমার পরিচিত মুখ ব্রহ্মানন্দম কান্নেগান্তি(Brahmanandam Kanneganti) তার অসাধারণ কমিক টাইমিংয়ের জন্য বিখ্যাত। বিভিন্ন সূত্র অনুযায়ী, তিনিই ভারতের সবচেয়ে ধনী কৌতুকশিল্পী(Richest Comedian of India), যাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা।
আরও পড়ুন:‘মুন্নাভাই’ এর সঙ্গে জুটি বেঁধে অ্যাকশান ছবি করবেন সলমন, প্রকাশ্যে ছবির নাম
নিউজ২৪ বিড-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রহ্মানন্দমের আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ৫০৫ কোটি টাকা (৬০ মিলিয়ন ডলার), যদিও পলিটিক্যাল ডটকম এবং সিয়া এই পরিমাণ ৪৯০ কোটি টাকা বলে উল্লেখ করেছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ কপিল শর্মা এবং জনি লিভারের মতো জনপ্রিয় কৌতুকশিল্পীদের চেয়েও বেশি। ভারতের অন্যান্য কমেডিয়ানদের মধ্যে কেউই তাঁর কাছাকাছি পৌঁছাতে পারেননি। কপিল শর্মার মোট সম্পত্তির পরিমাণ যেখানে ৩০০ কোটি, সেখানে ব্রহ্মানন্দমের সম্পত্তির পরিমাণ অনেক বেশি।
ব্রহ্মানন্দম ১৯৫৬ সালের ১লা ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সাত্তেনাপল্লীর কাছে মুপ্পালা গ্রামে জন্মগ্রহণ করেন।
তেলেগু সিনেমার অন্যতম সেরা কৌতুকশিল্পী হিসেবে পরিচিত ব্রহ্মানন্দম স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর একটি কলেজে তেলেগু ভাষার প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরিচালক জান্ধ্যালা ১৯৮৬ সালে ‘চন্তাবাই’ চলচ্চিত্রের মাধ্যমে ব্রহ্মানন্দমকে প্রথম চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন।
আইএমডিবি-র তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালে নரசারাওপেটের একটি আন্তঃকলেজিয়েট নাট্য প্রতিযোগিতায় ‘মোদাব্বাই’ চরিত্রে অভিনয়ের জন্য ব্রহ্মানন্দম সেরা কৌতুকশিল্পীর পুরস্কার লাভ করেন।