skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeবিনোদন১০ দিন পরেও রজনীকান্তের 'জেলার' বক্স অফিসে দৌড়চ্ছে!

১০ দিন পরেও রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে দৌড়চ্ছে!

Follow Us :

কলকাতা: বৃহস্পতিবার অর্থাৎ ১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের (Rajinikanth) ‘জেলার’ (Jailer)। মুক্তির পর থেকে বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করছে সিনেমাটি। স্বাধীনতা দিবসেই এই ছবি প্রেক্ষাগৃহে ২০০ কোটি টাকার গণ্ডি পার করেছিল। রবিবার মুক্তির ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে বলে সূত্রের খবর। তবে, ‘জেলার’-এর আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ ২১ অগাস্ট থেকে। কারণ, ইতিমধ্যে, ছবিটি প্রেক্ষাগৃহে ১১ দিন পূর্ণ করেছে এবং আসন্ন সপ্তাহটি ছবিটির জন্য কেমন হয় তাও দেখার বিষয়।

বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, শনিবার মুক্তির দশম দিনে ভারতের সব ভাষায় ১৮ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ৪৮ কোটির বেশি টাকা আয় করেছিল ‘জেলার’, যা তামিলনাড়ু ও কেরালায় ২০২৩ সালের রেকর্ড। অন্যদিকে, এটি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় যে কোনও তামিল সিনেমার জন্য সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়ে। শুধু তাই নয়, সিনেমাটির প্রথম দিনের মোট সংগ্রহ এ বছর মুক্তি পাওয়া যে কোনও তামিল চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ। ‘জেলার’ সিনেমাটির এখন পর্যন্ত শুধু ভারতে আয় ২৬৩ দশমিক ৯ কোটি টাকা। প্রথম সপ্তাহে ভারতে সব ভাষায় ২৩৫ কোটি টাকার বেশি আয় করেছিল সিনেমাটি।

আরও পড়ুন:সানির ‘গদর ২’ বক্স অফিসে ১০ দিনের আয় প্রায় ৪০০ কোটি!

২০০ কোটি টাকার বাজেটে ‘জেলার’ সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। এই সিনেমায় রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। সিনেমাটিতে আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। মালায়লাম তারকা মোহনলালকে সিনেমায় দেখা গিয়েছে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে আলোচিত এ সিনেমাটি। 

উল্লেখ্য, টানা ২ বছর পর বড়পর্দায় মুক্তি পায় রজনীকান্তের ছবি জেলার। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই ছবির খবর। ট্রেলার মুক্তি পেতেই সকলের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় এই ছবি। রজনীকান্ত কথা দিয়েছিলেন, অ্যাকশন প্যাক ছবি উপহার দেবেন। কথাও রাখলেন তিনি। তাঁর ছবি দেখার জন্য গোটা দেশ জুড়ে সেলিব্রেশনের পালা। চেন্নাই ও বেঙ্গালুরুতে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। ১০ অগাস্ট বছরের সর্বাধিক ওপেনিং নিয়ে মুক্তি পায় জেলার। সকলের প্রিয় থালাইভার অ্যাকশন দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। প্রথমদিনই ছবি ব্যপকহারে আয় করে। মুক্তির নয় দিনের মাথায় রমরমিয়ে চলছে ছবি। যদিও রজনীকান্ত এখন এসব থেকে বহু দূরে। পাহাড়ে একান্তে সময় কাটাচ্ছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | সংসদের নিয়ম মানছেন না এনডিএ-র সাংসদরাই? কড়া বার্তা মোদির
01:46:40
Video thumbnail
Lok Sabha | INDIA-NDA | সোমে ‘হিন্দু’ মন্তব্যে উত্তাল লোকসভায় আজ INDIA কী করবে?
03:33:16
Video thumbnail
Bharatiya Nyaya Sanhita | আর ৪২০ বলা যাবে না, নতুন আইনে প্রতারণা কত নম্বর ধারায়?
01:44:51
Video thumbnail
Fire | দাউদাউ করে জ্বলছে, ফের বিধ্বংসী আগুন শহর কলকাতায়
59:16
Video thumbnail
Politics | পলিটিক্স (02 July, 2024)
14:55
Video thumbnail
Fourth Pillar | ইডি, আদালত, কৌস্তুভ রায়, কেজরিওয়াল আর হেমন্ত সোরেন, মামলা কিন্তু এক (পর্ব-২)
12:02
Video thumbnail
Aajke | এ এক আজব রাজ্যপাল, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত
10:54
Video thumbnail
Kalyan Banerjee | মোদিকে কী বললেন তৃণমূলের কল্যাণ? রেগে লাল বিজেপি সাংসদরা
07:33:25
Video thumbnail
Kalyan Banerjee | ওম বিড়লাকে কী বললেন কল্যাণ? তারপর সংসদে কী হল দেখুন
08:23:26
Video thumbnail
Akhilesh Yadav | সংসদে হেরো সরকার, আর কী বললেন অখিলেশ? উত্তাল সংসদ
08:13:19