ওয়েব ডেস্ক: দেশ ছাড়ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) প্রেসিডেন্সিয়াল বিমান উইং অফ জায়ান শনিবার সকাল ১১ টা ২২ মিনিটে আকাশে ওড়ে। এমনই সূত্র মারফত খবর। ইজরায়েলের সময় দুপুর ১ টা বেজে ৬ মিনিটে বিমানটি গ্রিসেস এথেন্সে নেমেছে। দেশ ছেড়ে বিদেশে আশ্রয় খুঁজছেন ইজরায়েলের (Israil) প্রধানমন্ত্রী।
সূত্র মারফত খবর, তেল আবিবে শত শত ব্যালেস্টিক মিসাইল (missile) ছুঁড়েছে ইরান. এরমধ্যে, একটা বড় অংশ তেল আবিবে আছড়ে পড়ার পরই পরিস্থিতির মধ্যে কোনও নাটকীয় পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) যিনি এর আগেই বলেছিলেন ‘সব ধ্বংস করে দেব’ এবং ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) বলেছিলেন ‘ভয়ঙ্কর পরিনতি হবে ইরানের’। তবে এবার উল্টো সুর। সূত্রের খবর, উইং অফ জায়ান নামে যে প্রেসিডেন্সিয়াল বিমানে (Presidencial Flight) নেতানিয়াহু আকাশে উড়েছে। যা দুপুর ১ টা ৬ মিনিটে গ্রিসে পৌঁছেছে।
আরও পড়ুন: লখনউয়ে অবতরণের সময় বিমানের চাকায় আগুন! প্রাণে বাঁচলেন যাত্রীরা
যুদ্ধের সদ্য দামামা বেজেছে। আর সেই সময় খুব বিচিত্র পরিস্থিতি না হলে কোনও প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যান না। কেন তাহলে নেতানিয়াহু দেশ ছাড়লেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্র মারফত খবর আসছে, তিনি গ্রিসের দিকে গিয়েছেন। গ্রিসের এথেন্সে খানিকক্ষন আগেই নেমেছেন। তাহলে কী তেল আবিব বা ইজরায়েলের কোনও অংশকেই সুরক্ষিত মনে করছেন না বেঞ্জামিন নেতানিয়াহু? তাহলে কী ইজরায়েলের ভিতরে অপারেশন রাইজিং লায়ন যে যুদ্ধ তিনি শুরু করেছেন তা নিয়ে ইজরায়েলের ভিতরে সাধারন মানুষের মধ্যে প্রচন্ড বিক্ষোভ রয়েছে? বেঞ্জামিন নেতানিয়াহু সংসদে নিজের গরিষ্ঠতা হারিয়েছেন? তিনি কী তাহলে এথেন্সেই আশ্রয় চাইছেন? ঠিক কি ঘটনা ঘটেছে, এখনও পুরোপুরি স্পষ্ঠ নয়। যত সময় যাবে ততই পরিস্কার হবে এই বিষয়।
দেখুন ভিডিও